আমরা হারবো না, দেশের মানুষকে ঠকাবো না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সবাইকে নিয়ে সবার জন্য আমরা বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রায়। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকবো না, আমরা হারবো না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাবো না, আমরা হারাবো না।'

'আমি বাজেট সম্পর্কে যতবার আলোচনা করেছি, প্রত্যেকবার একটি কথা বলেছি যে, উইন উইন সিচুয়েশন; আমিও গরিবের সন্তান ছিলাম। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে এখানে অর্জন কিছু করব এটা আমরা চাই না। আমরা চাই...সবাইকে নিয়ে সবার জন্য আমরা বাজেটটি করেছি,' বলেন তিনি।

আপনি যে লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন, নিশ্চয়ই বাংলাদেশকে একটা জায়গায় দেখতে চেয়েছিলেন, শেষ বাজেটে এসে আপনার কি মনে হয় সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'সেই লক্ষ্যে পৌঁছেছি আমি। আমি সন্তুষ্ট এবং আল্লাহ প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, আপনারাও আমার সঙ্গে একমত হবেন।'

কোনো আক্ষেপ আছেন কি না; যেটা চেয়েছিলেন কিন্তু পারেননি—জানতে চাইলে তিনি বলেন, 'কিছু বাকি নেই।'

দরিদ্রদের জন্য বাজেটে কী থাকবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, 'আমাদের সোশ্যাল সেফটি নেট কত বড়! এটাতে একদম আমরা দুই হাত উজাড় করে দিয়ে আমরা সাহায্য করছি।'

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago