‘আগামী বাজেটে অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে হবে’

‘আগামী বাজেটে অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে হবে’
সেলিম রায়হান। ছবি: সংগৃহীত

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে দুর্বলতা ১ বছর ধরে রয়েছে, তা অবশ্যই দূর করতে হবে।

তিনি বলেন, 'আমরা গত বছর সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা লক্ষ্য করেছি। এ বছর দুর্বলতা তীব্র আকার ধারণ করেছে। নতুন বাজেটে এর সমাধান করতে হবে।'

তিনি জানান, মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করা এবং সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তার মতে, 'ম্যাক্রো ইকোনমি খুব অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রায়হান জানান, তারা আশা করেছিলেন যে ম্যাক্রো-ব্যবস্থাপনায় উন্নতি হবে, কিন্তু তা হয়নি।

আরও কর বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথে এসব বাধা আরও তীব্র হয়েছে।

ফলে, আগামী অর্থবছরে অর্থমন্ত্রীকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, 'চ্যালেঞ্জটিও অপ্রতিরোধ্য বলে মনে হবে। কারণ, আগামী অর্থবছরটি নির্বাচনের বছরে পরেছে। অর্থমন্ত্রী এমন সময়ে চোখ ধাঁধানো প্রকল্পগুলোর ঘোষণা দিতে অনেক চাপের মধ্যে থাকবেন। অথচ, সরকারের আয় ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং দেশের অর্থনীতিও বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছে।'

'অর্থনীতির জন্য কোনো মঙ্গল বয়ে আনে না, এমন প্রকল্প শুরু করার বিষয়ে অর্থমন্ত্রীকে সতর্ক থাকতে হবে,' যোগ করেন তিনি।
অধ্যাপক রায়হানের মতে, মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ বাজার এবং আমদানি খাতের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে চিহ্নিত করা উচিত সরকারের এবং সেগুলো সমাধান করা উচিত।

তিনি বলেন, 'আমাদের আর্থিক নীতিগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উপযোগী না।'

বাজারে বিভিন্ন ধরনের অপূর্ণতা থাকলেও সরকার সেগুলো সমাধানে সফল হয়নি জানিয়ে তিনি বলেন, 'পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা একটি চ্যালেঞ্জ। ব্যাংকিং ব্যবস্থায়ও বড় দুর্বলতা রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। গত বছরের একই সময় থেকেই এই সমস্যাগুলো রয়েছে।'

'এবং আমি মনে করি, এ বছর সমস্যাগুলো গুরুতর হয়ে উঠেছে। সমস্যাগুলো আগেই সমাধান করা হলে তা কম গুরুতর হয়ে উঠতো। কিন্তু তা হয়নি,' যোগ করেন তিনি।

তিনি মূল্যস্ফীতির উদাহরণ তুলে ধরেন, যা সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়ে গেছে।

সেলিম রায়হান প্রশ্ন তোলেন, 'আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমে গেছে। বাংলাদেশে এগুলোর দাম কমছে না কেন? অনেক প্রতিবেশী দেশ তাদের মূল্যস্ফীতি আরও ভালোভাবে মোকাবিলা করেছে। কেন আমরা সেটা পারিনি?'

নীতিগত পর্যায়ে গুরুতর সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সঠিক সময়ে সঠিক নীতি গ্রহণ করতে পারিনি। মুদ্রানীতি মূলত নিষ্ক্রিয় রাখা হয়েছে।'

তিনি বলেন, 'দেশীয় বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি রয়েছে। অনেক ব্যবসার ক্ষেত্রে বাজারের অসম্পূর্ণতার সুযোগ নেওয়া হচ্ছে। অথচ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুরো বাজার ব্যবস্থা খুবই দুর্বল।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago