কবে মুক্তি পাচ্ছে ‘শর্টকাট’?
ছবির বাজেট বেড়ে যাওয়ায় নচিকেতার গল্প নিয়ে নির্মিত ‘শর্টকাট’ ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রথম দিকে ৬০ লাখ টাকার বাজেট ধরা হলেও কলাকুশলি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয়ের মূল্য বৃদ্ধির কারণে পরবর্তীতে বাজেট বেড়ে এক কোটিতে দাঁড়ায়।
আর সে কারণে পারিশ্রমিক বকেয়া পড়ে যায় কয়েকজন শিল্পীর। শুটিং শেষ করলেও সময় মতো পারিশ্রমিক না পাওয়ায় অনেক শিল্পী ডাবিং-এর জন্যে সময় দিচ্ছেন না। ফলে চলচ্চিত্রটি মুক্তির তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে।
চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলছেন যে, ছবির অন্যতম চরিত্রের অভিনেত্রী অপু বিশ্বাসের টাকাও বকেয়া পড়েছে। এর আগে রমজানের পরপরই ছবির ডাবিং করতে কলকাতায় আসার কথা ছিল অপু বিশ্বাস, অরিণ, গৌতম সাহার মতো বাংলাদেশি অভিনেত্রী-অভিনেতাদের। কিন্তু, দুটি ঈদ চলে গেলেও তারা কেউই এখনো ডাবিং-এ সময় দেননি।
এই বিষয়ে টেলিফোনে ঢাকায় অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “হ্যাঁ, ‘শর্টকাট’-এর ডাবিং বাকি আছে। পেশাদার শিল্পী আমি। ওদের দিক থেকে সাড়া পেলে আমিও ডাবিং-এর জন্য সময় দেবো।”
এর বেশি কিছু বলতে চাননি ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেত্রী।
প্রসঙ্গত, অপু বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী হলেও ‘শর্টকাট’-এর মধ্য দিয়ে কলকাতার চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। কলকাতায় এটিই তার প্রথম ছবি। ছবির পরিচালক সবীর মন্ডল।
টেলিফোনে যোগাযোগ করা হলে ঢাকার আরেক অভিনেতা গৌতম সাহা বলেন, “আমার আর অপুর ডাবিং-এখনো বাকি আছে। আশা করছি, সব ঠিকঠাক থাকলে পুজার পর ঢাকায় ডাবিং-এ আমরা সময় দিতে পারবো।”
এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে এই ছবির প্রযোজনা সংস্থা তৃণা ফিল্ম-এর কর্ণধার তারক দাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। খুদে বার্তা পাঠালেও কোনও উত্তর দেননি।
যদিও তারক দাস এর আগে গত জুন মাসে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, অপু বিশ্বাসসহ বাংলাদেশির অভিনেতা-অভিনেত্রীরাও কলকাতায় এসেই ডাবিং করবেন। তখন তিনি বলেছিলেন, চলচ্চিত্রটি নির্মাণে তার এক কোটি রুপির বেশি খরচ হবে।
জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত কলকাতার নিউটাউনে এই ছবির টানা শুটিং হয়। কথা ছিল ঈদের পরই ডাবিং হবে এবং অক্টোবর মাসেই ছবিটি মুক্তি দেওয়া হবে।
কলকাতার অভিনেতা পরমব্রত, গৌরবসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ‘শর্টকাট’-এ অভিনয় করেছেন।
Comments