মিশরের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সালাহ
ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ যাবত মাঠের বাইরে আছেন মিশরের সেরা তারকা মোহাম্মদ সালাহ। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এখনও। তবে এর মাঝেই মিশরের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এ লিভারপুল তারকা। যদিও অনুশীলনে নামেননি ‘মিশরের মেসি’ খ্যাত এ স্ট্রাইকার।
রাশিয়ায় বিশ্বকাপের মূল পর্ব খেলতে যাওয়ার আগে মিশর দলের শেষ সময়ের অনুশীলন চলছে কায়রোতে। শনিবার সেখানেই যোগ দেন সালাহ। তবে অনুশীলনে নামেননি। সতীর্থদের সঙ্গে কথা বলে ফিজিওর সঙ্গে অবস্থান করেন মাঠের এক পাশে। তবে দলের বাকি খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যান রাত ১০টা পর্যন্ত। আর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গল্প করেই সময় কাটান সালাহ।
সালাহর উপস্থিতির কথা জেনে প্রায় হাজারো সমর্থক শনিবার অনুশীলন দেখতে আসেন। মিশরের অনুশীলন জার্সি পড়েই মাঠে এসেছিলেন সালাহ। বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া নিয়ে বেশ শঙ্কা রয়েছে সমর্থকদের মনে। তবে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সালাহ, ‘আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এবং মিসরীয়দের স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। উরুগুয়ের বিপক্ষে নামার আগেই প্রস্তুত হবো ইনশাল্লাহ।’
কিয়েভে গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের স্বপ্নভঙ্গের রাতে আঘাত পান সালাহ। ম্যাচের ২৯ মিনিটে বল নিয়ন্ত্রণ করার সময় সালাহর হাত নিজের হাতের মাঝে আটকে টেনে ধরেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মারাত্মকভাবেই আহত হন সালাহ। ব্যথানাশক স্প্রে করে এরপরেও মাঠে ছিলেন। তবে টিকতে পারেননি মিনিট-খানেকও। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় বাম কাঁধের জোড়া নড়ে গেছে এই ফরোয়ার্ডের।
১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মিশর। গ্রুপ ‘এ’তে সালাহদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে দলটি। এরপর ১৯ জুন প্রতিপক্ষ রাশিয়া। ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে ফারাওরা।
Comments