‘মেসি আমরা তোমাদের বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চাই’
সেই ১৯৯৩ সাল। এরপর কেটে গেছে প্রায় ৩২ বছর। একটি শিরোপার জন্য হাহাকার করছে আর্জেন্টাইন ভক্তরা। এর মধ্যে বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিলো দলটি। কিন্তু ফাইনালে হেরে হৃদয় ভেঙ্গেছে তাদের। এবার যে একটা শিরোপা না হলেই নয়। তাই ব্যানার টানিয়ে নিজেদের মনের কথা লিওনেল মেসিকে জানিয়ে দিলেন আর্জেন্টাইন ভক্তরা।
ঘরের মাঠে অনুশীলন ক্যাম্প শেষ করেছে আর্জেন্টিনা। এবার তারা ক্যাম্প করবে বার্সেলোনায়। যেটাকে মেসির দ্বিতীয় বাড়িও বলা হয়ে থাকে। বুয়েন্স এইরেস ছাড়ার সময় প্রিয় খেলোয়াড়দের বিদায় দিতে বিমানবন্দরে ভিড় জমান ভক্তরা। সেখানেই এক ক্ষুদে ভক্ত ব্যানারে লিখে আনেন, ‘মেসি, আমরা তোমাদের বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চাই।’
এছাড়াও নানা ধরণের শুভেচ্ছা বার্তা লিখে মেসিদের বিদায় দেয় ভক্তরা। শুধু ভক্তরাই নয়, শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাকরিও। দেশ ছাড়ার আগে মেয়েকে সঙ্গে নিয়ে মেসিদের ক্যাম্পে দেখা করতে আসেন তিনি। বেশ কিছুক্ষণ মেসি-আগুয়েরোদের সঙ্গে আলাপ করেন প্রেসিডেন্ট।
গত বিশ্বকাপে মেসির নৈপুণ্যে ফাইনাল খেলেছিলো আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ভাগ্য সঙ্গে না থাকায় ক্ষতটা বাড়ে তাদের। এবার মেসির কাছে তাদের প্রত্যাশা আরও ভালো কিছুর। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন মেসি। আগের দিনই হাইতির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। সেরা গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোকে ছাড়িয়ে ল্যাটিন খেলোয়াড় হিসেবে পেলের পরেই অবস্থান করছেন তিনি।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের নব শক্তি আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ২২ জুন। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপার ঈগল নাইজেরিয়ার মোকাবেলা করবে দলটি।
Comments