রোনালদো কি রিয়াল ছেড়েই দিচ্ছেন?

ronaldo
টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর মাঠ ছাড়ছেন রোনালদো। ছবি : এএফপি

সতীর্থরা এক দিকে যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, অন্য দিকে তখন বিদায়ের সুর বাজাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ এদিন তারই ছিলো সবচেয়ে খুশি থাকার কথা। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় তো আর চাট্টিখানি কথা নয়। এমন রাতে বেদনার সুর কেন? সত্যিই কি রিয়াল ছাড়ছেন রোনালদো? এমন নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়।

‘মাদ্রিদে থাকতে পারা ছিলো দারুণ কিছু।’ শনিবার রাতে লিভারপুলকে ৩-১ গোলের হারানোর পর বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের শুরুটা এভাবেই করেন রোনালদো। ভাষাটা এমনই ছিলো যেন ক্লাবকে বিদায় জানাচ্ছেন। এরপর আরও বড় ধাক্কা দেন রোনালদো, ‘পরবর্তী কিছু দিনের মধ্যে আমি সমর্থকদের উত্তর দিব। কারণ তারা সবসময় আমার পাশে ছিলো।’

এমন কি বলতে পারেন রোনালদো?

গত কয়েক মাস ধরেই বেতন কাঠামো নিয়ে রোনালদো এবং তার প্রতিনিধির সঙ্গে রিয়ালের তর্ক লেগেই আছে। মুলত বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং পিএসজি তারকা নেইমার তার চেয়ে অনেক বেশি বেতন পান বলেই সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও নেইমারের প্রতি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহটাও ভালো চোখে দেখছেন না রোনালদো।

তাই দ্বন্দ্বটা দিন দিন বাড়ছেই। উৎসবের রাতে রোনালদোর এমন মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয় রিয়াল প্রেসিডেন্টের কাছে। কিন্তু এ নিয়ে কথা বলতে নারাজ পেরেজ, ‘আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উদযাপন করছি তখন আমাকে এ ধরণের প্রশ্ন করবেন না।’

রোনালদোর সঙ্গে যে সব কিছু স্বাভাবিক যাচ্ছে না তা বোঝা যায় পেরেজের পরের কথাতেই, ‘প্রত্যেকেরই বলার অধিকার রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লাব। আমরা এখন শিরোপা উদযাপন করছি। রোনালদো সুখী ছিলো, সুখী আছে এবং সুখী থাকবে। সে চুক্তির মধ্যে আছে।’

এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি রিয়াল কোচ জিনেদিন জিদানও, ‘আমি এইসব নিয়ে ভাবছি না। আমি ভাবছি ম্যাচে আমরা এখন কি করলাম। আমরা কি অর্জন করলাম। আমরা এটা পরে দেখবো। তাকে থাকতে হবে। হ্যাঁ অথবা হ্যাঁ’

এদিকে টানা তৃতীয় শিরোপা জয়ের রাতে রোনালদোর এমন মন্তব্য ভালো ভাবে নিতে পারেনি সতীর্থরা। ঐতিহাসিক অর্জনকে ভিন্ন দিকে প্রবাহ করায় ড্রেসিং রুমে সতীর্থরা ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। অধিনায়ক রামোস তো বলেই দিয়েছেন, ‘এর চেয়ে ভালো জায়গা রোনালদো খুঁজে পাবে না।’

রোনালদোর এমন মন্তব্যে শুধু সতীর্থরা নয়, খেপেছেন মাদ্রিদ ভক্তরাও। মাদ্রিদের দৈনিক মার্কা একটি অনলাইন ভোটের আয়োজন করে যেখানে প্রশ্ন রাখা হয়, ‘রিয়াল মাদ্রিদের কি রোনালদোকে ধরে রাখার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া উচিৎ?’ ২৫ হাজার ভোটের মধ্যে ৬৫ শতাংশ ভোট পড়েছে রোনালদোর বিপক্ষেই।

 

Comments

The Daily Star  | English
India visa restrictions for Bangladeshi patients

A wake-up call for Bangladesh to reform its healthcare

India’s visa restrictions on Bangladeshi nationals, while initially perceived as a barrier, could serve as a wake-up call for Bangladesh to strengthen its healthcare system and regain the confidence of its patients.

12h ago