সম্প্রীতির কথা বলতে কলকাতায় আসছেন তারানা হালিম

tarana halim
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: স্টার ফাইল ফটো

‘সম্প্রীতির’ কথা বলতে কলকাতায় বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে প্রথম পা রাখছেন এডভোকেট তারানা হালিম।

কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আগামী ৭ এপ্রিল বিকালে আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থাকবেন সম্মানিত অতিথি হিসেবে।

পশ্চিমবঙ্গ, বিহারসহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলো যখন কয়েক বছর ধরে অসহিষ্ণুতার কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে- এমনকি, গত কয়েক দিন ধরে রামনবমীর শোভাযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল-রানীগঞ্জে যেভাবে গোষ্ঠী সংঘর্ষে নিরপরাধ মানুষের প্রাণ সংহার হলো- ঠিক তখনই সেই রাজ্যেই সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টান্ত তুলে ধরার এমন প্রয়াসকে কূটনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন, অন্যদিকে আগামী বছর ভারতের কেন্দ্রীয় সরকারের নিনায়ক লোকসভার ভোট। শুধু তাই নয়, আগামী ১ মাসে পশ্চিমবঙ্গ জুড়ে তিন দফায় স্থানীয় সরকার বা পঞ্চায়েত নির্বাচন।

এই মুহূর্তে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের দিকে নজর ভারতের রাজনৈতিক মহলেরও।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের হেড অফ চেন্সেরি বি এম জামাল হোসেন বলেন, ওই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। বাংলাদেশ সম্প্রীতির দেশ, প্রতিবেশীদের সঙ্গেও সম্প্রীতি বজায় রেখে চলার নীতি আমাদের।

দায়িত্বশীল সূত্র বলছে, ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ থেকে আলোচক হিসেবে আসতে পারেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। সেমিনারে পশ্চিমবঙ্গের কয়েকজন বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হবে। তবে তাঁদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

2h ago