শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ভারতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১০ নভেম্বর। ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন সাত দিনের এই উৎসবের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুপার স্টার শাহরুখ খান, পরিচালক মহেশ ভাট, অভিনেতা কমল হাসান, নির্মাতা মাইকেল উইন্টারকম, অভিনেত্রী কাজল এবং সঙ্গীত শিল্পী কুমার শানু।
এবারের ২৩তম এই আয়োজনের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শন করা হবে ইরানী পরিচালক মোস্তাফা তাঘিজাদের ‘ইয়েলো’। স্থানীয় ছয়জন তরুণ বিজ্ঞানীর দেশত্যাগের কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্র সবাইকে মুগ্ধ করবে বলে আয়োজকরা মনে করছেন।
উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পরিচালক আবু সাঈদ। ‘এক কবির মৃত্যু’ উৎসবের একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও, ৫৩ দেশের মোট ১৪৩টি চলচ্চিত্র এই উৎসবে জায়গা পেয়েছে এবার। এই চলচ্চিত্রগুলোর মধ্যে ভারতে নয় এমন ছবির সংখ্যা ৯৩টি। এবারের উৎসবে ফোকাস দেশ ‘ব্রিটেন’।
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার ৬৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ৫১টি তথ্যচিত্রও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
আঞ্চলিক ভাষার ছবিকে গুরুত্ব দিয়ে প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি এবং সেরা পরিচালককে দেওয়া হবে যথাক্রমে সাত লাখ ও পাঁচ লাখ রুপি।
‘ইনোভেটিভ ইমেজেস ইন সিনেমা’ নামে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের সেরা ছবির জন্য দেওয়া হবে ৫১ লাখ রুপি। এই বিভাগে ভারত ও বাংলাদেশসহ ১৩টি দেশের ১৪টি ছবি দেখানো হবে।
কলকাতার নন্দন প্রেক্ষাগৃহ ছাড়াও উৎসবের নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখা যাবে কলকাতা ও শহরতলীর ১২ টি সিনেমা হলে।
Comments