সুপার প্রিমিয়াম আইফোনের ঘোষণা আসতে পারে ১২ সেপ্টেম্বর

Tim Cook
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: সংগৃহীত

আইফোন ভক্তদের ক্যালেন্ডারে ১২ সেপ্টেম্বর তারিখটি দাগ দিয়ে রাখতে অনুরোধ করা হয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক পোর্টালের পক্ষ থেকে। কেননা, এ দিন নতুন অ্যাপল নতুন একটি ঘোষণা দিয়ে হাজির হতে পারে।

ম্যাকফরএভার-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল আগামী ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করবে এ বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সম্মেলনে সুপার প্রিমিয়াম আইফোনের ঘোষণা নিয়ে বেশ জল্পনা চলছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

আইফোন ভক্তদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, গত ২০১২ থেকে প্রতি সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন নতুন সারপ্রাইজের ঘোষণা দিয়ে আসছে। তাই, আশা করা হচ্ছে, এবারও এর ব্যতিক্রম হবে না। ঘটনাক্রমে প্রতিবারই দিনটি থাকে মঙ্গলবার। কোন মঙ্গলের প্রত্যাশাতেও হয়তো আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের জন্যে দিনটি ঠিক করা হয়েছে।

যাঁরা আইফোন কেনার কথা মনে মনে ভাবছেন তাঁরা প্রস্তুতি নেওয়ার জন্যে এখনো কয়েক সপ্তাহ সময় পাবেন। অ্যাপলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রি-অর্ডার নেওয়া শুরু করে সাংবাদিক সম্মেলনের পরের শুক্রবার থেকে, যা এবার ১৫ সেপ্টেম্বর পড়বে। এছাড়াও, পণ্যটি বিক্রি শুরু করে এক সপ্তাহ পর থেকে। সেই হিসেবে এ বছর তারিখটি হবে ২২ সেপ্টেম্বর।

আর যাঁরা আইফোন কেনার কথা ভাবছেন না, তাঁদের জন্যে খবর হলো, আইওএস১১-এর আপডেটের ঘোষণা আসতে পারে ১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে।

শুধু তাই নয়, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভির নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে সেই দিন। তাই ক্যালেন্ডারে দিনটিকে চিহ্নিত করে রাখার কথা বলা হয়েছে। দেখা যাক, কী সারপ্রাইজ আসে এই বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানটি থেকে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

28m ago