চৈত্রসংক্রান্তিতে ট্যাক্সদাতাদের মিষ্টিমুখ করাবে এনবিআর

বাঙালি ঐতিহ্যের সাথে মিল রেখে এ বছর প্রথমবারের মত দিনটি উদযাপন করতে চায় এনবিআর। ছবি: স্টার

বাংলা সালের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে ট্যাক্সদাতাদের মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শধু মিষ্টিমুখই নয় বাঙালি ঐতিহ্য অনুযায়ী বছরের প্রথম দিন হালখাতারও আয়োজন করবে তারা।

পুরনো বছরের হিসাব নিকাশ সমন্বয় করে নতুন বছরের হিসাবের খাতা খোলার ঐতিহ্যের সাথে মিল রেখেই এবছর প্রথমবারের মত দিনটি উদযাপন করতে চায় এনবিআর।

আজ সকালে ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো নজিবুর রহমান বলেন, লোকজন যেন সম্মানজনক পরিবেশে তাদের বকেয়া ট্যাক্স পরিশোধ করতে পারে সে জন্য চৈত্রসংক্রান্তিতে দেশব্যাপী আমাদের অফিসে ট্যাক্সদাতাদের মিষ্টিমুখ করানো হবে।

তিন আরও জানান, দেশে এই মুহূর্তে মোট ২৮ লাখ মানুষের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) রয়েছে যা আমাদের লক্ষ্যের (২৫ লাখ) চেয়েও বেশি।

আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির পরদিন নতুন বছর ১৪২৩ কে স্বাগত জানাবে বাঙালি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago