কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের লড়াই চলছে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।
সকালে নির্বাচন শুরুর পর অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
এবারের নির্বাচনে মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কুর জন্য অনেকটাই সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে এই নির্বাচন। পাঁচ বছর আগে এই সিটির প্রথম নির্বাচনে সীমার বাবা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খান প্রতিদ্বন্দ্বী সাক্কুর কাছে পরাজিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে যে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ‘টেবিল ঘড়ি’ প্রতীকে মো মামুনুর রশিদ (স্বতন্ত্র) ও ‘তারা’ প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার। মেয়র পদ ছাড়াও ২৭টি কাউন্সিলর পদের বিপরীতে ১১৪ জন ও নয়টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ৪১ জন ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
কুমিল্লা সিটি নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ দুই হাজার ৪৪৭ জন ও পুরুষ ভোটার সংখ্যা এক লাখ পাঁচ হাজার ১১৯। নগরীর ১০৩টি কেন্দ্রে ভোট চলছে।
পুলিশ ও র্যাবের পাশাপাশি আধাসামরিক বাহিনী বিজিবি ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্বপালন করছে।
Comments