আয়ের দিক থেকে মেসিকে ছাড়িয়ে রোনালদো

রিয়াল মাদ্রিদের স্টাইকার ক্রিস্টিয়ানো রোনালদো আয়ের দিক থেকে সব ফুটবলারকে ছাড়িয়েছেন। ২০১৬-১৭ বছরে এই পর্তুগিজের আয় ছিলো সাড়ে ৮৭ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন ডলার)। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বার্সেলানোর লিওনেল মেসির আয় ছিলো সাড়ে ৭৬ মিলিয়ন ইউরো।

মঙ্গলবার ‘ফ্রান্স ফুটবল’-এর খবরে এই তথ্য জানানো হয়েছে।

বার্সেলোনায় মেসির সতীর্থ নেইমার তৃতীয় সর্বোচ্চ সাড়ে ৫৫ মিলিয়ন আয় নিয়ে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল (৪১ মিলিয়ন) ও আর্জেন্টিনার ইজিকুয়েল লাভেজ্জির (২৮.৫) চেয়ে এগিয়ে রয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago