আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টিভি আয়োজন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে (২১ ফেব্রুয়ারী, ২০১৭) প্রতিটি চ্যানেলেই থাকছে দিনব্যাপী বিশেষ আয়োজন। এখানে এক নজরে দেখে নিন কিছু বিশেষ আয়োজনের খবর।
২১ ফেব্রুয়ারি বিকাল ৩টা ১০ মিনিটে এটিএন বাংলায় থাকছে বিশেষ নাটক ‘ফুলমতি’। ৪টা ২০ মিনিট ও ৫টা ২৫ মিনিটে ছোটদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘বর্ণমালা’ ও ‘বর্ণমালায় ফেব্রুয়ারি’-এর আয়োজন করেছে এই চ্যানেল। সকাল আহমেদের পরিচালিত বিশেষ নাটক ‘সাদা শিমুল’ প্রচারিত হবে রাত ৮টা ৫০ মিনিটে।
বৈশাখী টেলিভিশনে বিকাল ৩টায় প্রচারিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান ‘একুশের পংক্তিমালা’। এছাড়াও বিকাল ৫টা ২০মিনিটে আলতাফ মাহমুদ-এর ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ও রাত ৮টায় নৃত্যানুষ্ঠান ‘রক্ত পলাশ তপ্ত শিমুল’ দেখতে পাবেন।
এনটিভিতে দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘লাল রঙের গল্প’। প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সাথে’ এর চূড়ান্ত পর্ব প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রাত ৯টায় দেখতে পাবেন বিশেষ নাটক ‘উত্তরাধীকার’।
মাছরাঙ্গা টেলিভিশনে বিকাল ৩টায় থাকবে নাটক ‘অবরোধ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এক লক্ষ মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধা নড়াইল থেকে সরাসরি সম্প্রচারিত হবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখবেন নাটক ‘শেকড়’।
অমর একুশে উপলক্ষ্যে রাত ৯ টা ৪৫ মিনিটে দেশ টিভিতে দেখতে পাবেন বিশেষ অনুষ্ঠান ‘তুমি আজ জাগো একুশ’।
চ্যানেল নাইন এ সকাল ৮টা ৩০ মিনিটে প্রথমআলো বর্ণমেলা-২০১৭ এর সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। রাত ৯ টা ৩০ মিনিটে থাকছে বিশেষ টেলিফিল্ম ‘সড়কের নামে নাম’।
Comments