এমপি লিটনের হত্যাকারীরা সনাক্ত: আইজিপি
গাইবান্ধায় আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক আজ বলেছেন।
এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য না দিয়ে সাভারে সাংবাদিকদের তিনি বলেন, লিটন হত্যার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
“হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। যে তিন জন মোটরসাইকেলে করে এসেছিল তাদের নজরদারিতে রাখা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে,” বলেন আইজিপি।
আশুলিয়ার কবিরপুরে শিল্প পুলিশের বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পুলিশপ্রধান এসব কথা বলেন।
গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য লিটন তার সুন্দরগঞ্জের বাসায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
Comments