রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা অভিযান সমাপ্ত ঘোষণা
মিয়ানমার সরকার দেশটির দাঙ্গা-কবলিত রাখাইন রাজ্যে সেনা অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযানকে জাতিসংঘ ‘মানবতাবিরোধী’ বলে সমালোচনার প্রেক্ষাপটে এমন ঘোষণা দিলো সরকার।
এই রাজ্যে সেনা অভিযানের ফলে অন্তত ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। ফলে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। সেই সঙ্গে দেশটির বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলেরও অভিযোগ উঠে।
সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় নয় জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর গত ৯ নভেম্বর সেনাবাহিনী এই অভিযান শুরু করলে রাজ্যের স্থানীয় রোহিঙ্গা অধিবাসীরা ভিটে-মাটি ছাড়তে বাধ্য হয়। সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগ উঠে।
নব-নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থুয়াং তুনের বরাত দিয়ে রাজ্য কাউন্সিলর অফিসের এক বিবৃতিতে গত বুধবার জানানো হয়, “রাখাইন রাজ্যের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি শান্ত হয়েছে। সেখানে যে সামরিক অভিযান চলছিল তা শেষ হয়েছে। সেখানে সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয় যে মিয়ানমার সরকার বিদেশি কূটনৈতিক এবং জাতিসংঘকে আশ্বাস দিয়ে বলেছে যে কোন রকম অনিয়ম বা নির্যাতনের বিষয়ে গ্রহণযোগ্য তথ্য পেলে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।
Comments