ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাঠগড়ায় জাকারবার্গ

মার্ক জাকারবার্গ। ছবি: এএফপি

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি চুরির অভিযোগ নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। গতকাল ডালাস ফেডারেল আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী কোম্পানির অভিযোগ অস্বীকার করেছেন জাকারবার্গ।

আদালতে বেশ কয়েক ঘণ্টা ধরে জাকারবার্গকে জেরা করেন বাদীপক্ষের আইনজীবী। বাদীপক্ষের অভিযোগ, ফেসবুকের মালিকানাধীন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কোম্পানি অকুলাস যে প্রযুক্তি ব্যবহার করছে তা নিজেদের নয় বরং চুরি করা। অকুলাসকে যখন দুই বিলিয়ন ডলার দিয়ে ফেসবুক কিনে নেয় জাকারবার্গ তখন কোম্পানিটির ব্যাপারে খুব কম ধারনা রাখতেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

২০১৪ সালে ভিডিওগেম পাবলিশার কোম্পানি জেনিম্যাক্স মিডিয়া ইনকরপরেটেড অকুলাসের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়। সেসময় অকুলাসকে অধিগ্রহণ করার ব্যাপারে আলোচনা চালাচ্ছিল ফেসবুক। জেনিম্যাক্স বলছে, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ‘রিফ্‌ট’ তৈরিতে বেআইনিভাবে মেধাস্বত্ব লঙ্ঘন করেছে অকুলাস।

আদালতে জেরা চলাকালে জাকারবার্গ ও বাদীপক্ষের আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জনাকীর্ণ বিচারকক্ষে জাকারবার্গ আত্মপক্ষ সমর্থন করে বলেন, “অকুলাস অধিগ্রহণের সময় ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি অসম্পূর্ণ অবস্থায় ছিলো।”

জাকারবার্গের এই বক্তব্যের জবাবে বিরোধী আইনজীবী বলেন, “কোন প্রযুক্তির উন্নয়ন করলেই তার মালিকানা দাবি করা যায় না। আপনি যদি আমার বাইক চুরি করে রঙ করে তাতে একটি বেল লাগান তাহলেই কি আপনি তা নিজের দাবি করতে পারেন?”

এই প্রশ্নের “না” জবাব দিয়ে জাকারবার্গ বলেন যে অকুলাসের প্রযুক্তি অন্যের উদ্ভাবন করা এই অভিযোগ সত্য নয়।

ভার্চুয়াল রিয়েলিটিকে ফেসবুকের ভবিষ্যৎ ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বলেছেন এর প্রতিষ্ঠাতা ৩২ বছর বয়সী জাকারবার্গ। খরচ কমে আসায় এই প্রযুক্তি জনপ্রিয় হবে বলে আশা করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Prime Minister Sheikh Hasina

India extends Sheikh Hasina’s visa amid call for extradition

Hindustan Times reports citing people 'familiar with the matter'

28m ago