মিমের ‘ভালোবাসা এমনই হয়’

‘ভালোবাসা এমনই হয়’ ছবির একটি দৃশ্যে বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিদ্যা সিনহা মিম। ছবিটিতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ। অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনায় প্রথম এই ছবিটি মুক্তি পাবে ২৭ জানুয়ারি।

 

পরিচালক তানিয়া আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই সিনেমার শুটিং করতে গিয়ে আমার পরিবারের বাইরে নতুন আরেকটা পরিবার পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমাকে এতোটা সমর্থন দেবার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তানিয়া আহমেদের আশা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই ধীরে ধীরে সিনেমা হলের সংখ্যা বাড়ুক। সিনেমাটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে।”

প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “তাদের কারণেই সিনেমাটি বানাতে পেরেছি।”

ছবির মুক্তি উপলক্ষে চ্যানেল আইতে অনুষ্ঠিত হলো ‘ভালোবাসার এমনই হয়’ এর প্রথম প্রদর্শনী। প্রদর্শনীর পর ছবিটির কলা-কুশলীরা সিনেমাটির সম্পর্কে বিভিন্ন তথ্য সাংবাদিকদের জন্য তুলে ধরেন। শুটিংয়ের সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথাও জানান মিম ও ইরফান। এসময় তারিক আনাম খান, মীর সাব্বির, মিশু সাব্বিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছবিটির প্রযোজক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর শিল্পীদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ‘ভালোবাসা এমনই হয়’-এর পোস্টার ও বিলবোর্ড উন্মোচন করেন।

উল্লেখ্য, বছরের প্রথম দিনে ছবিটির শিরোনাম-গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

লন্ডনের কেন্ট শহরে চিত্রায়িত ছবিটি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় মুক্তি পাচ্ছে। ক্যাম্পেইন পার্টনার হিসেবে রয়েছে হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

9m ago