জেএসসি, জেডিসিতে ৯৩ শতাংশ পাশ
জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৯৩ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সকালে গণভবনে পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান।
সংখ্যার হিসাবে এ বছর ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।
Comments