ভক্তদের সামনে নতুন রূপে তাসকিন

ভক্তদের সামনে নতুন রূপে তাসকিন
ভক্তদের সামনে নতুন রূপে তাসকিন

ইংল্যান্ডের সাথে বাংলাদেশের ওডিআই সিরিজ শেষ হওয়ার পর নষ্ট করার মতো যথেষ্ট সময় ছিল তাসকিনের হাতে। অন্য কেউ হলে এই কটা দিন হয়তো পরিবারের সঙ্গে কাটাতো। তবে অবসরটা যে তাসকিন তাঁর চুলের স্টাইল নিয়ে ভেবেছেন তাতে কোনই সন্দেহ নেই। সোনালি চুলে তাঁর এই ভাবনার ফল প্রকাশ পেয়েছে গতকাল।

চুলের নতুন নতুন স্টাইল দিয়ে ভক্তদের চমকে দেয়ার বিষয়টি ফুটবলারদের মাঝে খুবই স্বাভাবিক ব্যাপার। ক্রিকেটে ব্রেট লি, মালিঙ্গা কিংবা শোয়েব আখতারের মতো গতিদানবরাও চুলের বাহারি স্টাইল করেছেন। বাংলাদেশের গতিতারকা তাসকিনই বা পিছিয়ে থাকবেন কেন। তাই ফেসবুকে নতুন স্টাইলর ছবি দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই সুপারস্টার।

চুলের স্টাইলে পল পগবা বা লিওনেল মেসির পথে হেঁটেছেন তাসকিন। পুরনো স্পাইক রেখে চুলে চকচকে রঙ করিয়েছেন। ফেসবুকে নতুন হেয়ারস্টাইলসহ ছবি আপলোড করার পর থেকে বেশ সাড়া পাচ্ছেন ২১ বছরের এই পেসার।

২০ ঘণ্টায় ইতোমধ্যে সাড়ে ১১ হাজার মন্তব্য জমা হয়েছে ছবির নিচে। তবে তার স্টাইল নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যে তার এই স্টাইল পছন্দ করছেন না সেটা তার ফেসবুক মন্তব্যতেই স্পষ্ট। তবে যে যাই বলুক, নতুন স্টাইলে বেশ স্বচ্ছন্দেই আছেন তাসকিন।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

45m ago