ওয়ার্ম আপে তাসকিনকে আমিই চেয়েছিলাম: চন্ডিকা হাথুরুসিংহ

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ছবি- স্টার।

তাসকিনকে টেস্ট দলে খেলানো হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটালেন কোচ চন্ডিকা হাথুরুসিংহ নিজেই। জানিয়ে দিলেন, তিনি নিজেই বিসিবি একাদশ ও ইংল্যান্ড একাদশের মধ্যে দুই দিনের ওয়ার্ম আপ ম্যাচে তাসকিনকে খেলাতে বলেছিলেন।

এর আগে তাসকিনকে টেস্টে খেলানোর ব্যাপারে কোচ নিজেই ঘোরতর বিরোধী ছিলেন। শনিবারই তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাসকিন কখনোই চার দিনের খেলা খেলেননি। ওর ক্যারিয়ার ধ্বংস করতে চান না বলেই তিনি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে গতকাল চট্টগ্রামের এমএআজিজ স্টেডিয়ামে তিনি এটাও জানিয়ে দিলেন, প্রস্তুতি ম্যাচে খেলতে দিলেও শিগগিরই টেস্ট দলে নেয়া হচ্ছে না তাকে। লাল বল হাতে সে কেমন করছে এটা দেখতেই মাঠে নামানো হয়েছিল তাকে।

“আমার মনে হয় আপনারা অনেকেই ভুল বুঝেছিলেন”, সংবাদ সম্মেলনে মৃদু হেসে জানান এই শ্রীলঙ্কান। “সামনের দুই ম্যাচ নিয়ে কথা বলেছিলাম আমি। তাকে দিয়ে চার দিনের ক্রিকেট খেলানোর পরিকল্পনা আছে আমাদের। ন্যাশনাল ক্রিকেট লিগ বন্ধ হয়ে যাওয়ায় আমি চেয়েছিলাম সে ওখানে খেলুক—অথচ আপনারা লিখলেন সে খেলছে এটা আমি জানি না, বলেন হাথুরুসিংহ।

আরও জানালেন, “তাসকিনের টেস্ট ক্রিকেটে আসার এটাই পথ। এভাবে যদি সে পারফর্ম করতে পারে তাহলে সুবিধামতো সময়ে ওকে দলে নেয়া হবে”।

বছরের শেষ নাগাদ নিউজিল্যান্ডে এই ‘সুবিধাজনক’ সময় আসলেও আসতে পারে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

3h ago