জলির নিয়তি লেখা হবে!

সিকোয়েন্স

নবাগত চিত্রনায়িকা জলি। এর আগে মুক্তি পেয়েছে ‘অঙ্গার’ নামে একটি সিনেমা। বিপরীতে ছিলেন কলকাতার ওম। এই সিনেমায় নায়িকা হিসেবে তেমন একটা আলোচিত হতে পারেননি জলি। এবার ‘নিয়তি’ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। ‘নিয়তি’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। জলির ক্যারিয়ারে তার দুই নম্বর সিনেমা। জলি বলেন, নিয়তি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সিনেমা। গল্প, চরিত্র সবকিছু অনেক সুন্দর। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। যদি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি তাহলে একটা বিরতি নেব অভিনয় থেকে। তবে আমার বিশ্বাস সব শ্রেণির দর্শকদের কাছে নিয়তি ভালো লাগবে।’

নতুন নামে শুরু
অবশেষে ‘ভালোবেসে তোর হবো’ নতুন নামেই শুরু হয়েছে নীরব ও মম অভিনীত সিনেমার শ্যুটিং। ইতোমধ্যে সিনেমার শিরোনাম গানটিসহ আরেকটি গানের চিত্রায়ণ শেষ করেছেন বান্দরবান ও কক্সবাজারে। গান দুটির কোরিওগ্রাফি করেছেন তানজিল। আগে সিনেমাটির নাম ছিল ‘আমি শুধু তোর হবো’। বাকি শ্যুটিং আগামী ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। নীরব বলেন, ‘ভালোবেসে তোর হবো’ দুর্দান্ত একটি প্রেমের সিনেমা। একেবারে অন্যরকমভাবে উপস্থাপন করা হবে। গানগুলো দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস।’ গানগুলোর সুর ও সংগীত করেছেন আরফিন রুমি, বেলাল খান ও আহমেদ হুমায়ূন। ‘ভালোবেসে তোর হবো’ সিনেমার পরিচালনা সমন্বয় করছেন আতিক রহমান।

খোশমেজাজে
যৌথ প্রযোজিত ‘বাদশা’ সিনেমাটি ব্যবসাসফলতা অনেকখানি এগিয়ে দিয়েছে নুসরাত ফারিয়ার সিনেমার ক্যারিয়ার। খোশমেজাজেই রয়েছেন তিনি। এরই মধ্যে টানা ১০ দিন ছুটির আবহে কাটালেন পরিবারের সঙ্গে। ক্যামেরা, আলো, অ্যাকশন, কাট থেকে একেবারে দূরে ছিলেন। ছুটির আমেজ কাটিয়ে ১২ থেকে ১৬ আগস্ট ব্যাঙ্ককে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার তিনটা গানের চিত্রায়ণ শেষ করবেন। গান ৩টার চিত্রায়ণ হলেই কাজ শেষ হয়ে যাবে সিনেমাটির। নুসরাত ফারিয়া বলেন, ‘প্রেমী ও প্রেমী’ আমার অভিনয় ক্যারিয়ারের অসাধারণ ছবি হবে বলে মনে করছি। মডার্ন একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। আমার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।’ ‘বাদশা’ আগামী ঈদে কলকাতায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago