ধানমন্ডিতে সড়কে গাছ ভেঙে পড়ে আহত ১

ধানমন্ডি
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডিতে সড়কে গাছ ভেঙে পড়ে এক নারী আহিত হয়েছেন। গাছটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি-৬ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাছ ভেঙে পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি রিকশা ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

৩৫ বছর বয়সী ওই নারীর পা গাছের নিচে আটকে যায় এবং তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, 'দুপুরে বৃষ্টির মধ্যে গাছটি উপড়ে রাস্তায় পড়ে। একটি অটোরিকশায় থাকা নারী যাত্রী গাছের নিচে আটকে পড়েন।'

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।  

Comments