শুক্রবার ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি। সংগৃহীত

আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসব এলাকায় আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে আজ বৃহস্পতিবার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি ইত্যাদি এলাকায় লোডশেডিং হতে পারে।

Comments

The Daily Star  | English
PECE, similar tests should be scrapped

Primary education: PECE, similar tests should be scrapped

A government-appointed advisory committee yesterday recommended scrapping the Primary Education Completion Examination and similar tests.

12h ago