নিউইয়র্কে বহুতল ভবনে বন্দুক হামলা, পুলিশসহ নিহত ৫

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের একটি বহুতল ভবনে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী নিজেও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত হয়। নিউইয়র্কের বিখ্যাত পার্ক অ্যাভিনিউর একটি বহুতল ভবনে গুলির শব্দ পাওয়া যায়। ওই ভবনটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মী জানান, তিনি ওই ভবনের ভেতরেই ছিলেন এবং হামলাকারী ফ্লোরে ফ্লোরে যাচ্ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 'মিডটাউন ম্যানহাটনের এই হামলায় নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তাসহ মোট চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।'

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একজন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার কথা জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক্সে লিখেছেন, 'এই মুহূর্তে ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে এবং একমাত্র বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।'

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, তিনি কাজ শেষে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলেন, এমন সময় তাদের নিজ নিজ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হয়। তিনি বলেন, 'সবাই হতবিহ্বল হয়ে পড়েছিল। পরে একজন বিষয়টি বুঝতে পারে যে, কেউ একজন মেশিনগান নিয়ে ভবনে প্রবেশ করেছে।'

ঘটনার সময় শত শত পুলিশ সদস্য পার্ক অ্যাভিনিউ এলাকা ঘিরে ফেলেন। তাদের কারও হাতে ছিল লম্বা বন্দুক এবং পরনে ছিল ব্যালিস্টিক ভেস্ট। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আনা হয় এবং আকাশে হেলিকপ্টার উড়তে দেখা যায়।

Comments

The Daily Star  | English
Bangladesh welcomed 20 percent US tariff

Bangladesh gains edge after US tariff cut

Trump admin has reduced tariffs on Bangladeshi goods from 35% to 20%, a move expected to strengthen the country’s competitiveness against rivals such as India and Vietnam

8h ago