টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে গিলের সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ছবি: এএফপি

ক্রিস ওকসের অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিলেন শুবমান গিল। রান পূর্ণ করে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন তিনি, ছুড়ে দিলেন উড়ন্ত চুমু। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানালেন তাকে।

রোববার ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে এমন দৃশ্যের দেখা মিলেছে। সেটা ভারতীয় অধিনায়ক গিলের আরেকটি দুর্দান্ত সেঞ্চুরির পর। আগের দিনের ৭৮ রান নিয়ে খেলতে নেমেছিলেন ডানহাতি ব্যাটার। তিনি তিন অঙ্কে পৌঁছে যান ২২৮ বলে। এরপর যদিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ইংলিশ পেসার জোফ্রা আর্চারের বলে ধরা পড়েন উইকেটরক্ষক জেমি স্মিথের গ্লাভসে।

সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে থামে গিলের ঝলমলে ইনিংস। ২৩৮ বল মোকাবিলায় তিনি মারেন ১২টি চার। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ফলে এই সংস্করণের ইতিহাসে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট সিরিজে এতগুলো সেঞ্চুরি নেই আর কারও।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ১৪৭ রান করেছিলেন গিল। এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকান তিনি। এর একটি ছিল আবার ডাবল। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান আসে তার ব্যাট থেকে। এবার সেঞ্চুরিটি চলতি সিরিজে আট ইনিংসে তার চতুর্থ।

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে তিনটি করে সেঞ্চুরি আছে পাঁচজনের। তাদের চারজনই অস্ট্রেলিয়ার— ওয়ারউইক আর্মস্ট্রং, স্যার ডন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল ও স্টিভেন স্মিথ। বাকিজন হলেন গিলের স্বদেশি বিরাট কোহলি।

আরও বেশ কিছু কীর্তি গড়েছেন ভীষণ ছন্দে থাকা ২৫ বছর বয়সী তারকা গিল। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে এক টেস্টে সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তার মতো চারটি করে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ব্র্যাডম্যান (১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে) ও ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার (১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। তবে লক্ষণীয় বিষয় হলো, ব্র্যাডম্যান ও গাভাস্কার যেখানে নিজেদের মাঠে সেঞ্চুরির জোয়ারে ছিলেন, সেখানে গিল করলেন প্রতিপক্ষের মাটিতে।

ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে এক সিরিজে চারটি শতকের স্বাদ পেলেন গিল। গাভাস্কার দুবার এই নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৭১ সালে ও ১৯৭৮-৭৯ মৌসুমে। আর কোহলি ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন চারটি সেঞ্চুরি।

এই দুটি কীর্তি এককভাবে নিজের করে নেওয়ার হাতছানি রয়েছে গিলের সামনে। আগামী ৩১ জুলাই ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে গিলের। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড ব্র্যাডম্যানের দখলে (৮১০ রান, ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে)। তার ঠিক পেছনে থাকা গিল এই সিরিজে এখন পর্যন্ত করেছেন ৭২২ রান।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago