মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, 'মুজিববাদ একটি আদর্শ। শুধু আইন দিয়ে একে মোকাবিলা করা যাবে না। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।'

আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে নিজের দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সব সরকারবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, 'আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মুজিববাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সারা দেশে ভারতপন্থী শক্তিগুলো আবার সক্রিয় হয়ে উঠছে। তিনি জোর দিয়ে বলেন, 'ভারত বা অন্য কোনো বিদেশি শক্তির আধিপত্য বাংলাদেশের ওপর থাকা উচিত নয়।'

বর্তমান সংবিধানের তীব্র সমালোচনা করে সারজিস বলেন, 'যত দিন ৭২-এর মুজিববাদী সংবিধান বলবৎ থাকবে, তত দিন সত্যিকারের বাংলাদেশপন্থী ব্যবস্থা কায়েম হতে পারে না।' তিনি একটি নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবি জানান।

ন্যায়বিচার ও জবাবদিহির আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুশীল সমাজের ভূমিকা চাই না; আমরা চাই তারা একটি অভ্যুত্থান-পরবর্তী সরকারের মতো কাজ করুক। খুনি হাসিনার বিচার এবং সেই রায় কার্যকর করতে হবে।'

তিনি নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহার রোধ করার ওপরও জোর দেন।

সারজিস বলেন, কেউ যদি চাঁদাবাজি বা সিন্ডিকেটে জড়িয়ে পড়ে, তবে তার বিরুদ্ধে কথা বলতে হবে।

মূল্যবোধের রাজনীতি এবং নিজেদের মধ্যে সম্মানজনক প্রতিযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা যেন কখনো ব্যক্তিগত আক্রমণে রূপ না নেয়।'

Comments

The Daily Star  | English

Riyad-led gang forcibly took cheques of Tk 5cr from another ex-AL MP

The cheques police recovered from the house of Riyad worth around Tk 2.25 crore belonged to former AL lawmaker Abul Kalam Azad

2h ago