ময়মনসিংহে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মায়ের সঙ্গে তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'তিনজনের গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।'

নিহতরা হলেন—রফিকউদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার দুই সন্তান রাইসা (৪) ও নীরব (২)।

তারা ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, আজ সকালবেলা ঘরের সামনে রক্ত দেখতে পান প্রতিবেশীরা এবং ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিনটি মরদেহ উদ্ধার করে।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

7h ago