ভারতের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট দারুণ জমে উঠেছে। চতুর্থ দিনের শেষ বলেই নাটকীয় মোড়, যেখানে শেষ ওভারে আকাশ দীপকে বোল্ড করে ভারতের জয়ের স্বপ্নে ধাক্কা দিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। টেস্ট এখন দাঁড়িয়ে রয়েছে টানটান উত্তেজনার কেন্দ্রে।
জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ১৯৩ রান। শুরুতেই আঘাত হানেন জোফরা আর্চার, যিনি যশস্বী জয়সওয়ালকে ফেরান খালি হাতে। এরপর ব্রাইডন কার্স প্যাডে লাগিয়ে এলবিডব্লিউ করেন করুণ নায়ার (১৪) ও অধিনায়ক শুভমান গিলকে (৬)। আর দিনের শেষ বলে স্টোকস বোল্ড করেন আকাশ দীপকে (১)। দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৫৮, ক্রিজে লোকেশ রাহুল (৩৩*)।
এর আগে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৯২ রানে। কোনো ব্যাটারই অর্ধশতক পার করতে পারেননি, সর্বোচ্চ স্কোর ছিল জো রুটের ৪০ রান। ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ৪ উইকেট এবং বুমরাহ দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।
ম্যাচে তৃতীয় দিনের তপ্ত আবেগ চতুর্থ দিনেও অব্যাহত ছিল। ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে (১২) আউট করে সরাসরি তার মুখোমুখি দাঁড়িয়ে যান মোহাম্মদ সিরাজ। দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। এরপর সুন্দর শুরু করেন ধস। মাত্র আট ওভারে ইংল্যান্ড ১৮১/৭ থেকে ১৯২ অলআউট। বুমরাহ ছাঁটাই করেন লেজ।
এই সিরিজে ২৫০-র বেশি রান তাড়া করে জিতেছে ভারত। সেখানে ১৯৩ তাড়া করাটা কঠিন কিছু মনে হচ্ছিল না। কিন্তু দিনের শেষ ঘণ্টায় নাটক বদলে দেয় দৃশ্যপট। ইংল্যান্ড ফিরে আসে লড়াইয়ে।
জয়সওয়াল আউট হন আর্চারের শর্ট বল খেলতে গিয়ে, সোজা তুলে দেন জেমি স্মিথের হাতে। এরপর কার্সের বল প্যাডে লাগিয়ে এলবিডব্লিউ হন করুণ, গিলকেও একই কায়দায় ফেরান তিনি, তবে গিলের আউটটি রিভিউর মাধ্যমে নিশ্চিত হয়।
রাহুল ব্যক্তিগত ৫ রানে ফিরতে পারতেন। তবে ক্রিস ওকসের হাতে পড়েও বেঁচে কিছুটা স্থিতি এনে দিলেও তিনি পার্টনার পাচ্ছিলেন না। স্টোকস শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে আকাশ দীপকে বোল্ড করেন, যার ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৫৮/৪।
Comments