শাকিব খান আসলে মাসুদ রানা, ঢালিউডের বাকিদের প্রকৃত নাম কী

ছবি: সংগৃহীত

শাবানা, কবরী, রোজিনা, সোহেল রানা, শবনম, ববিতা, সুচন্দা...কতই না জনপ্রিয় নাম। রূপালি পর্দায় অভিনয়ের কারণে এসব নামগুলোই মানুষের কাছে পরিচিতি পেয়েছে। কিন্তু এই তারকাদের প্রকৃত নাম কি তাই? নাকি আছে ভিন্ন কোনো নামও? ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের প্রকৃত নামও কি এটিই?

অনেক তারকারই পারিবারিক নাম ভিন্ন, যার অনেকগুলোই দর্শকদের অজানা। জানা যাক ঢাকাই সিনেমার নায়ক-নায়িকাদের আসল নাম।

'মিষ্টি মেয়ে' নামে সিনেমার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন কবরী। এদেশের সিনেমাপ্রেমীদের কাছে কবরী নামটি ব্যাপক পরিচিতি। অনেক সিনেমা করেছেন তিনি। জনপ্রিয়তা, খ্যাতি, সম্মান—সবই পেয়েছেন জীবদ্দশায়। রোমান্টিক সিনেমা যেমন করেছেন, সামাজিক গল্প নির্ভর কাজও করেছেন। তার অভিনীত বহু সিনেমার গান আজও মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু কজন জানেন কবরীর আসল নাম কী?

তার প্রকৃত নাম মিনা পাল। চট্টগ্রামের মেয়ে তিনি। সেখান থেকে উঠে এসে ষাটের দশকে 'সুতরাং' সিনেমায় অভিনয় করেন। সেই থেকে তার নাম হয়ে যায় কবরী।

শাবানা নামটি এদেশের কোটি কোটি মানুষের জানা। তার ছিল বর্ণাঢ্য ক্যারিয়ার। সামাজিক সিনেমায় তার তুলনা যেন তিনি নিজেই। অভিনয় দিয়ে মানুষকে কাঁদিয়েছেন, যা এখনো দর্শকরা ভোলেননি। সিনেমা থেকে দূরে থাকলেও শাবানা নামটি মানুষের মনে এখনো গেঁথে আছে। তবে, শাবানা কিন্তু তার আসল নাম নয়। ঢালিউডে অভিনয় করার বদৌলতে রত্না থেকে তিনি হয়ে যান শাবানা। পুরো নাম আফরোজা সুলতানা রত্না। এহতেশাম পরিচালিত 'চকোরী' সিনেমা দিয়ে নায়িকা হন। এই পরিচালক তার নাম দেন শাবানা।

শবনম ষাটের দশকের সেরা চলচ্চিত্র নায়িকাদের একজন। শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন। দর্শকরা তাকে শবনম নামে চেনেন। কিন্তু তার সত্যিকারের নাম ঝর্ণা বসাক। 'হারানো দিন' সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন মোস্তাফিজ। মূলত এই সিনেমায় অভিনয়ের সময় থেকেই ঝর্ণা বসাক থেকে তার নাম হয়ে যায় শবনম। তিনি ঢাকার মেয়ে।

ঢাকাই সিনেমার সাদাকালো যুগের আরেকজন সফল নায়িকা রোজিনা। রাজবাড়ির মেয়ে তিনি। ক্যারিয়ারের শুরুতে মডেলিং করেন। প্রথম মডেল হয়ে তিনি আলোচনায় আসেন। তারপর ডাক পড়ে বড় পর্দায়। এক সময় মঞ্চ নাটকও করেছেন। 'কসাই' সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ভারতের মিঠুন চক্রবর্তীর বিপরীতেও সিনেমা করেছেন। রোজিনার আসল নাম রওশন আরা রেণু।

গ্ল্যামারাস নায়িকা হিসেবে ঢাকাই সিনেমার উজ্জ্বল তারকা ববিতা। সামাজিক গল্প নির্ভর সিনেমাও করেছেন। তার বড় বোন সুচন্দাও সফল নায়িকা। আরেক বোন চম্পা বাংলাদেশ ও ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন। অবশ্য, সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক তারকা বনে যান ববিতা। এই নায়িকার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। তার পৈতৃক বাড়ি যশোর। জহির রায়হানের হাত ধরে তার সিনেমায় আগমন।

কোহিনূর আক্তার তার নাম, ডাক নাম চাটনি। কিন্তু এদেশের মানুষ তাকে চেনেন সুচন্দা নামে। ষাটের দশকের সফল একজন নায়িকা। সাড়া জাগানো অনেক সিনেমা করেছেন। রাজ্জাকসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করে একসময় আলোচিত ছিলেন। সিনেমা করতে গিয়েই পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে জহির রায়হানের সঙ্গে। তারপর তারা বিয়েও করেন।

'দস্যু বনহুর' খ্যাত নায়িকা অঞ্জনা। তার পারিবারিক নাম অঞ্জনা সাহা। পরে অবশ্য অঞ্জনা রহমান নামটিও ব্যবহার হতো।

'রূপবান' সিনেমা খ্যাত ষাটের দশকের দর্শক নন্দিত নায়িকা সুজাতা। নায়ক আজিমের সঙ্গে জুটি গড়েন, বাস্তব জীবনের তারা সংসার বাধেন। ফোক ঘরানার সিনেমায় তিনি ছিলেন এগিয়ে। কেননা, প্রায় ৫০টি ফোক সিনেমা করেছেন। এছাড়া, রোমান্টিক ও সামাজিক সিনেমাও করেছেন। তার আসল নাম তন্দ্রা মজুমদার।

ড্যাশিং হিরো হিসেবেই পরিচিত নায়ক সোহেল রানা। তিনি একাধারে নায়ক, পরিচালক, প্রযোজক। রাজনীতিও করেছেন। সোহেল রানা নামেই তিনি সবার কাছে পরিচিত। তার আসল নাম মাসুদ রানা। 'মাসুদ রানা' সিনেমায় নামভূমিকায় অভিনয় করার সময় তার নাম হয়ে যায় সোহেল রানা।

'ওরা ১১ জন' সিনেমায় অভিনয় করে সবার প্রশংসা পান নায়িকা নূতন। ১৯৯০ সালে 'প্রভাত' সিনেমা দিয়ে তার পথচলা শুরু সিনেমায়। তারপর প্রচুর কাজ করেছেন। এই নায়িকার আসল নাম ফারহানা আমিন রত্না।

ইলিয়াস কাঞ্চন এদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা 'বেদের মেয়ে জোছনা'র নায়ক ছিলেন। এই সিনেমা করার পর সবাই তাকে এক নামে চেনেন। দীর্ঘদিনের ক্যারিয়ার তার। সামাজিক গল্প নির্ভর সিনেমা করেও প্রশংসা পেয়েছেন। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মান পেয়েছেন। তার আসল নাম ইদ্রিস আলী।

সালমান শাহ ঢাকাই সিনেমায় নতুন ক্রেজ তৈরি করেছিলেন। তার ফ্যাশন সচেতনতা নিয়ে এখনো ইতিবাচক আলোচনা হয়। শাবনূরের সঙ্গে সফল জুটি গড়েছিলেন। ক্ষণজন্মা এই নায়কের পারিবারিক নাম ইমন। পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন।

নব্বই-পরবর্তী ঢাকাই সিনেমায় সবচেয়ে সাড়া জাগানো নায়িকা হিসেবে যার নাম উঠে আসে তিনি শাবনূর। শাবনূর ও সালমান শাহ জুটির সিনেমাগুলো এখনো দর্শকদের চাহিদার তালিকায় রয়েছে। সালমান শাহর মৃত্যুর পর এই নায়িকা আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। শাবনূরের আসল নাম নুপুর। পুরো নাম কাজী শারমিন নাহার নুপুর।

ঢাকাই সিনেমার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম শাকিব খান। টানা ২৬ বছরের ক্যারিয়ারে কেবলই জোয়ার বইছে। কিন্তু এই নায়কের পারিবারিক নাম মাসুদ রানা। পরিবারের সদস্যরা তাকে রানা নামেই ডাকেন। 'অনন্ত ভালোবাসা' সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন, ওই সময় থেকেই নাম হয়ে যায় শাকিব খান।

তারকাদের নাম বদলের বিষয়টি অনেকদিনের। এই ধারাবাহিকতায় জানা যাক আরও কিছু তারকার আসল নাম। নায়ক মান্নার আসল নাম আসলাম তালুকদার মান্না। কিন্তু পর্দায় তিনি ছিলেন মান্না। নায়ক রুবেলের আসল নাম মাসুম পারভেজ। নায়িকা মৌসুমীর প্রকৃত নাম আরিফা আখতার জামান। পূর্ণিমার প্রকৃত নাম দিলারা হানিফ রিতা।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

5h ago