যে ২০ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

'দরদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ' সিনেমাটি আগামী ১৫ নভেম্বর ২০টি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে। 

সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। 

প্রতিষ্ঠানটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ ২০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। 

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, 'দরদ' রোমান্টিক সাইকোথ্রিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের 'দরদ' সিনেমাটি একই সঙ্গে বিশ্বের ২০টি দেশে মুক্তি পাবে। 

সিনেমার গল্পে দেখা যাবে ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। সিনেমার কাহিনী যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হবে গল্পে।

'দরদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, ও বিশ্বজিৎ চক্রবর্তী।

সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন ও মোহাম্মদ ইরফান। 

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

31m ago