জুলাই অভ্যুত্থানে আহত-নিহত পরিবারের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

জুলাই অভ্যুথানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে ১৪ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১১ কোটি টাকা দেবে গত অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করা ১১টি বাণিজ্যিক ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাংকার্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।

বৈঠক সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, পুরো তহবিলটি 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের' কাছে হস্তান্তর করা হবে।

বৈঠকে গভর্নর কিউ-আর কোডভিত্তিক লেনদেন আরও বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন।

Comments