শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

Najmul Hossain Shanto
চামিরার বলে এভাবেই বোল্ড হন শান্ত।

মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ 

শ্রীলঙ্কা সফরে গিয়ে ব্যর্থতার ধারাই বহাল থাকল বাংলাদেশ। টেস্টের পর হারল ওয়ানডে সিরিজও। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে স্বাগতিকদের সঙ্গে পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে ধুঁকতে বাংলাদেশ করতে পারে ১৮৬ রান। ম্যাচ হারে ৯৯ রানের বিশাল ব্যবধানে। তিন ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। 

জাকের আলি বোল্ড, নবম উইকেট হারালো বাংলাদেশ

ম্যাচের উত্তেজনা কিছু ছিলো না, হার অনেকটাই নিশ্চিত। জাকের আলি ব্যক্তিগত খাতায় কিছু রান যোগ করছিলেন। তবে বেশি দূর এগুতে পারেননি। ৩৫ বলে ২৭ রান করে তিনি বোল্ড হয়েছেন আসিতা ফার্নেন্দোর বলে। ১৮২ রানে ৯ উইকেট হারিয়ে বড় হার দেখছে মিরাজের দল। 

তাসকিনের বিদায়ে শেষের পথে বাংলাদেশ

সিরিজ হার যেন সময়ের ব্যাপার। ম্যাচ থেকে  বহু আগে ছিটকে যাওয়া বাংলাদেশ ১৭১ রানে হারিয়েছে ৮ম উইকেট। আসিতা ফার্নেন্দোর বলে বোল্ড হয়েছেন ১ রান করা তাসকিন। ২৮৬ রানের লক্ষ্য বহু দূরের পথ।  

সপ্তম উইকেট হারিয়ে পরাজয়ের পথে বাংলাদেশ

তাওহিদ হৃদয়কে বোল্ড করার পর তানজিম হাসান সাকিবকে ৮ বল টিকতে  দিলেন দুশমন্ত চামিরা। ৮ বলে ৫ রান করে তানজিম ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৬২ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের পথে বাংলাদেশ। 
 

পরিস্থিতির বিপরীতধর্মী মন্থর ফিফটি করে হৃদয়ের বিদায়

জেতার জন্য ওভারপ্রতি রান নেয়ার চাপ সাত ছাড়িয়ে গেছে, তবু যেন হেলদোল নেই তাওহিদ হৃদয়ের। তিনি খেলছিলেন দেখেশুনে, যেটা বাংলাদেশের জয়ের জন্য পর্যাপ্ত ছিলো না। ৭৫ বলে ফিফটি করে অবশেষে এই ব্যাটার আউট হয়েছেন ৭৮ বলে ৫১ রান করে। দুশমন্ত চামিরার ভেতরে ঢোকা বলে বোল্ড হন তিনি। ৩৩তম ওভারে ১৫৩ রানে ৬ষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৮৬ রান তাড়ায় দলটি এখন অনেকটা ছিটকে গেছে। 

শামীমের বিদায়ে চাপে বাংলাদেশ

টিকলেন না শামীম হোসেন পাটোয়ারিও। লঙ্কান স্পিনারদের বলে হাঁসফাঁস করতে করতে ১৮ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন তিনি। ভানিন্দু হাসারাঙ্গার গুগলি তাকে ক্রিজ থেকে বের করে নিয়ে আসে, বল ধরে কোনমতে স্টাম্পে লাগান কুশল মেন্ডিস। ১২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ওভারপ্রতি ৭ রানের বেশি নিতে হবে তাদের। 

আগ্রাসী অ্যাপ্রোচে থিতু হয়ে অসময়ে ফিরলেন মিরাজ 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিরিজটা ভালো গেল না। আগের দুই ম্যাচে ০ ও ৯ রান করার পর এবার দুই অঙ্কে যেতে পেরেছেন। আগ্রাসী অ্যাপ্রোচ নিয়ে খেলা মিরাজ ফিরে গেলেন ২৫ বলে ২৮ রান করে। ২১তম ওভারে ১০৫ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

পারভেজ হোসেন ইমন ফিরে যাওয়ার পর ক্রিজে এসেই ইতিবাচক অ্যাপ্রোচ নিয়েছিলেন মিরাজ। সময় না নিয়ে দ্রুত থিতু হন তিনি। তবে শট নির্বাচনে ভুল করে ফেলেছেন। দুনিত ওয়ালালেগের বলে তুলে মারতে গিয়ে লগ অনে সহজ ক্যাচ দেন এই ডানহাতি। 

থিতু হয়ে ফিরে গেলেন পারভেজ

ওপেন করতে নেমে শুরুতেই অনেকগুলো বল খেয়ে ক্রিজে থিতু হন পারভেজ হোসেন ইমন। হয়ত ডট বলের চাপ পেয়ে বসবে থাকে। দুনিত ওয়ালেগের বলে সেই চাপ সরাতেই মারতে গেলেন স্লগ সুইপ। তাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। ৪৪ বলে পারভেজ করেছেন ২৮ রান। 

১৪তম ওভারে ৬২ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

শুরুর ধাক্কার পর পারভেজ-হৃদয়ের প্রতিরোধ

চতুর্থ ওভারে ২০ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিলো বাংলাদেশ। সংকটে পড়া এই অবস্থায় দলের হাল ধরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে দলীয় সংগ্রহ ৫০ পার করেছে বাংলাদেশ। 

১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫, জুটিতে এসেছে ৩৫ রান। পারভেজ ২৬ ও হৃদয় ৭ রান নিয়ে খেলছেন। 

তানজিদের পর খালি হাতে ফিরলেন শান্ত

সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওয়ানডে সিরিজটা একদম ভালো গেল না। তৃতীয় ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। দুশমন্ত চামিরার সামান্য মুভ করা ডেলিভারি কেড়ে নিয়েছে শান্তর অফ স্টাম্প। তিন বলে শূন্য রান করেছেন তিনি। চতুর্থ ওভারে ২০ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

আসিতার শিকার হয়ে ফিরলেন ভালো শুরুর আভাস দেয়া তানজিদ

আগ্রাসী শুরু পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তিন চারে তার এই ইনিংসটা বেশি দূর এগুলো না। তৃতীয় ওভারে আসিতা ফার্নেন্দোর বলে বোল্ড হয়ে গেছেন তিনি। ১৩ বলে ১৭ রান করেছেন বাঁহাতি ওপেনার। ১৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

আসিতার ইয়র্কর লেন্থের বল ফ্লিকের মতন খেলতে গিয়ে পরাস্ত হন তানজিদ। বল তার প্যাডে লেগে স্টাম্প ভেঙে দেয়। ঠিক আগের বলে জোরালো এলবিডব্লিউর আবেদন হয়েছিলো তার বিরুদ্ধে, আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়েও ব্যর্থ হয় শ্রীলঙ্কা। যদিও পরের বলেই তাকে ফেরানোর স্বস্তি পেয়েছে স্বাগতিক দল। 

২৮৫ রানে থেমেছে শ্রীলঙ্কা

কুসল মেন্ডিস যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল অনায়াসেই তিনশ রান পার করবে শ্রীলঙ্কা। তবে শেষদিকে দ্রুত তিন উইকেট তুলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতে তিনশর আগেই থামানো গেছে স্বাগতিকদের। তবে ২৮৫ রানের বড় পুঁজিই পেয়েছে দলটি। অর্থাৎ সিরিজ জিততে ২৮৬ রান করতে হবে টাইগারদের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়ালালাগে ৬, হাসারাঙ্গা ১৮*, চামিরা ১০*; তাসকিন ২/৫১, তানজিম ১/৪১, তানভীর ১/৬১, মোস্তাফিজ ০/৫২, মিরাজ ২/৪৮, শামীম ১/৩০)।  

তাসকিনের শিকার ওয়ালালাগে

দ্রুত রান তোলার তাগিদে তাসকিন আহমেদকে চার্জ করতে গিয়েছিলেন দুনিথ ওয়ালালাগে। তবে টপএজ হয়ে এক্সট্রা কভারে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৬ বলে ১টি চারের সাহায্যে ৬ রান করেন তিনি।

৪৭ ওভার শেষে ৭ উইকেটে ২৫৯ রান করেছে শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙা ৩ ও দুশমান্থ চামিরা ০ রানে ব্যাট করছেন।

সেঞ্চুরিয়ান কুসলকে ফেরালেন শামিম

অবশেষে কুসল মেন্ডিসকে ফেরাতে পেরেছে টাইগাররা। পার্ট-টাইম বোলার শামীম হোসেন পাটোয়ারির বলে হাঁকাতে চেয়েছিলেন কুসল। টাইমিংয়ে হেরফের করে আকাশে তুলে দেন। পেছন দিকে দৌড়ে দারুণ ক্যাচ নিয়েছেন বোলার শামীম। শেষ পর্যন্ত ১১৪ বলে ১৮টি চারের সাহায্যে ১২৪ রান করেন কুসল।

৪৬ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬ রান করেছে শ্রীলঙ্কা। দুনিথ ওয়ালালাগে ৫ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ রানে ব্যাটিং করছেন।

হিট উইকেট হয়ে ফিরলেন লিয়ানাগে

মেহেদী হাসান মিরাজের বলে পেছনের পায়ে ভর দিয়ে মিড উইকেটে ঠেলে রান নিতে চেয়েছিলেন জেনিথ লিয়ানাগে। তবে রান নিতে দৌড় দিতে গেলে তার পা স্টাম্পে লাগলে আউট হয়ে যান তিনি। ১৭ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে।

৪৫ ওভার শেষে ৫ উইকেটে ২৪৯ রান করেছে শ্রীলঙ্কা। কুসল ১২৩ রানে ব্যাট করছেন।

আসালাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন

অবশেষে চতুর্থ উইকেট জুটি ভাঙতে পারেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তার অফস্টাম্পের সামান্য বাইরে রাখা ফুলটস বলে হাঁকাতে চেয়েছিলেন আসালাঙ্কা। তবে মিড উইকেটে ধরা পড়েন মেহেদী হাসান মিরাজের হাতে। ৬৮ বলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করেন লঙ্কান অধিনায়ক।

৪১ ওভার শেষে ৪ উইকেটে ২২৫ রান করেছে শ্রীলঙ্কা। কুসল ১১১ ও নতুন ব্যাটার জেনিথ লিয়ানাগে ১ রানে ব্যাট করছেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে কুসলের সেঞ্চুরি

শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন কুসল মেন্ডিস। আগের দুই ম্যাচেও ভালো ব্যাটিং করেছিলেন। তবে এদিন পেয়ে গেছেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা। মেহেদী হাসান মিরাজের বলে সিনেল নিয়ে পূরণ করেন সেঞ্চুরি। এই রান করতে ৯৫ বলে ১৭টি চার মেরেছেন তিনি।

৩৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। কুসল ১০০ ও আসালাঙ্কা ৫০ রানে ব্যাটিং করছেন। 

আসালাঙ্কার ফিফটি

প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান চারিথ আসালাঙ্কা দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ফিফটি। এই রান করতে তার লেগেছে ৬০ বল। যেখানে মেরেছেন ৮টি চারের মার। 

কুসল-আসালাঙ্কার জুটির সেঞ্চুরি, দলের দুইশ

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে কুসল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার জুটি। দুই ব্যাটারই ধীরে ধীরে চড়াও হচ্ছেন টাইগার বোলারদের উপর। এরমধ্যেই শতরান ছাড়িয়েছে এই জুটি। এসেছে ১০০ বলে। যার প্রথম পঞ্চাশ এসেছিল ৫৭ বলে। অর্থাৎ দ্বিতীয় পঞ্চাশ রান এসেছে ৪৩ বলে। 

একই সঙ্গে এসেছে দলের দুইশত রানও। ৩৭.৪ ওভারে এসেছে এই রান। 

কুসল-আসালাঙ্কার জুটির পঞ্চাশ

প্রথম ওয়ানডেতে জয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে লড়াইয়ে পুঁজি এনে দেওয়ার মূল কীর্তি ছিল অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কুসল মেন্ডিসের জুটি। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচেও লঙ্কানদের হাল ধরেছেন এ দুই ব্যাটার। এরমধ্যেই পূরণ করেছেন জুটির ফিফটি। ৫৭ বলে এসেছে এই রান।

৩১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। কুসল ৬৬ ও আসালাঙ্কা ৩৫ রানে ব্যাটিং করছেন।

কুশলের পঞ্চাশ

তানজিম হাসান সাকিবের বলে থার্ডম্যানে ঠেলে ব্যক্তিগত পঞ্চাশ রান পূরণ করেছেন কুসল মেন্ডিস। শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করে ৫৮ বলে স্পর্শ করেছেন নিজের ফিফটি। যেখানে ৭টি বাউন্ডারি মেরেছেন তিনি।

২৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। কুসল ৫৪ ও আসালাঙ্কা ৮ রানে ব্যাটিং করছেন।

কামিন্দুকে ফেরালেন মিরাজ

বল হাতে নিয়ে দ্বিতীয় ওভারেই কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বলে পুল করতে চেয়েছিলেন কামিন্দু। বল কিছুটা স্কিড করলে ব্যাটে বলে করতে পারেননি। সোজা আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। কুসলের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি কামিন্দু। আউট হওয়ার আগে ২০ বলে করেন ১৬ রান।  

২১ ওভার শেষে ৩ উইকেটে ১০০ রান তুলেছে শ্রীলঙ্কা। কুসল ৪৬ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কার দলীয় শতক

দুই ওপেনারকে হারানোর পর দুই মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা। দুই ব্যাটারই সেট হয়ে গেছেন। এরমধ্যে দলীয় শতকও পূরণ হয়েছে দলটির। ২০.২ ওভারে (১২২ বলে) এসেছে দলীয় শতক। 

নিসাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভীর

কুসল মেন্ডিসের সঙ্গে পাথিম নিসাঙ্কার জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। তবে বড় ক্ষতি করার আগেই জুটি ভেঙেছেন আগের ম্যাচে পাঁচ উইকেট তুলে নেওয়া তানভীর ইসলাম। তার মিডল স্টাম্পে রাখা এক্সট্রা বাউন্সের বলে সুইপ করতে চেয়েছিলেন নিসাঙ্কা। তবে টপএজ হয়ে চলে যায় স্কয়ার লেগে দাঁড়ানো পারভেজ হোসেন ইমনের হাতে। ৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৩৫ রান করেছেন নিসাঙ্কা।

১৫ ওভার শেষে ২ উইকেটে ৬৯ রান তুলেছে শ্রীলঙ্কা। কুসল ৩২ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস এখনও রান করতে পারেননি।

নিশাঙ্কা-কুসলের জুটির ফিফটি

শুরুতেই ওপেনার নিশান মাদুশকাকে হারানোর পর কুসল মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেছেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা। যেখানে কিছুটা দেখে খেলছেন এই ওপেনার। তবে কুসল কিছুটা আগ্রাসী। দুই ব্যাটারই নিয়মিত বাউন্ডারি মেরে সচল রাখছেন রানের চাকা। তাতে এরমধ্যেই জুটির ফিফটি পূরণ হয়েছে।

১৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান। নিসাঙ্কা ৩৩ ও কুসল ৩০ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার দলীয় পঞ্চাশ

তানভীর ইসলামের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি এক্সট্রা কভার দিয়ে ড্রাইভ করে সীমানার বাইরে পাঠালেন কুসল মেন্ডিস। এই চারের মধ্য দিয়ে নবম ওভারের শেষ বলে দলীয় পঞ্চাশ পূর্ণ হলো শ্রীলঙ্কার। তাদের দুই ব্যাটারই বেশ স্বাচ্ছন্দ্যে খেলছেন। কুসল ২২ বলে ২৫ ও পাথুম নিসাঙ্কা ২৬ বলে ২৩ রানে ক্রিজে আছেন।

সপ্তম ওভারেই আক্রমণে তানভীর

দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মিলে ৬ ওভার করার পর বোলিংয়ে পরিবর্তন আনলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক সপ্তম ওভার করার জন্য বল তুলে দিলেন তানভীর ইসলামের হাতে। এই বাঁহাতি স্পিনার আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ছিলেন দলের জয়ের নায়ক। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৫ উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।

প্রথম আঘাত তানজিমের

ছবি: এএফপি

শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিকে ডানা মেলতে দিলেন না পেসার তানজিম হাসান সাকিব। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তিনি। কিছুটা লাফিয়ে ওঠা বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার নিশান মাদুশকা। প্রথম থেকেই অবশ্য অস্বস্তিতে ছিলেন মাদুশকা। ৬ বলে তার রান ১।

১৩ রানে পতন হলো লঙ্কানদের প্রথম উইকেটের। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ২১ রান। তিনে নামা কুসল মেন্ডিস ক্রিজে গিয়ে মুখোমুখি হওয়া প্রথম বলেই মারলেন চার। তিনি খেলছেন ৫ বলে ৮ রানে। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা আছেন ১৩ বলে ১১ রানে।

শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত

আগের ম্যাচে হারলেও শ্রীলঙ্কা কোনো বদল আনেনি। তারা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেলালাগে, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থা চামিরা, আসিথা ফার্নান্দো।

হাসানের পরিবর্তে ফিরলেন তাসকিন

বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে একটি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদ ফিরেছেন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভাগ্য পরীক্ষায় হারলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। তাই বাংলাদেশকে নামতে হবে ফিল্ডিংয়ে।

আগের দুই ওয়ানডেতে টসজয়ী দল প্রথমে ব্যাটিং করেছে। আর তারাই শেষমেশ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে।

সিরিজ নির্ধারণী লড়াই

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতে ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার মাটিতে তাই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি রয়েছে টাইগারদের সামনে।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বৃষ্টি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

23m ago