মেসি ফুটবল উপভোগ করছে: মাশচেরানো

প্রথম গোলটা করলেন অসাধারণ এক কার্লিং শটে। আর চার ডিফেন্ডারকে কাটিয়ে করেন দ্বিতীয় গোল। এছাড়া সমতাসূচক গোলের অ্যাসিস্টও করেন লিওনেল মেসি। তাতে মন্ট্রিয়ালের বিপক্ষে বড় জয়ই পেয়েছে ইন্টার মায়ামি। মেসির এমন জাদুকরী নৈপুণ্য দেখে কোচ হ্যাভিয়ের মাশচেরানো বললেন, 'লিও ফুটবল উপভোগ করছে।'
গড়পড়তার দল নিয়ে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে উতরে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লিওনেল মেসির মায়ামি। সেখানে শক্তিশালী প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে থামে তাদের যাত্রা। তবে মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে নেমে স্বরূপে ফিরেছে দলটি।
বাংলাদেশ সময় রোববার সকালে মেসির জোড়া গোলে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। তবে ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হারের হতাশা যাতে দলের মধ্যে না ভর করে, সেটা নিশ্চিত করেছেন মেসি। মাশচেরানোর দল এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ছয় নম্বরে রয়েছে। এই অবস্থান আরও উন্নত করার লক্ষ্যেই তাদের পথচলা।
ম্যাচ শেষে কোচ মাশচেরানো বলেন, 'এটা ছিল দারুণ এক রাত। আমরা খুব দরকারি তিন পয়েন্ট পেয়েছি, যা আবারও এমএলএসে মনোযোগ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ক্লাব বিশ্বকাপের পর এই প্রতিযোগিতায় আবার মানিয়ে নেওয়া সহজ নয়, তবে আমাদের খেলোয়াড়রা সেটা নিখুঁতভাবে করেছে।'
ম্যাচজুড়ে মেসিই ছিলেন মূল চালিকাশক্তি, যদিও ম্যাচের শুরুতে তার এক ভুলেই প্রথম গোল পায় মন্ট্রিয়াল। দ্বিতীয় মিনিটে তার ব্যাকপাস ঠিকঠাক না হওয়ায় বল পেয়ে যান মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু। বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি।
তবে নিজের সেই ভুল পুষিয়ে দিতে খুব বেশি সময় নেননি মেসি। ৩৩তম মিনিটে তার পাস থেকেই গোল পান তাদেও আয়েন্দে। মন্ট্রিয়াল গোলরক্ষক সিরিওসকে চিপ করে অসাধারণ এক গোল করেন তিনি।
৪০তম মিনিটে আসে মেসির জাদুকরী গোল। ডান দিক থেকে বক্সে ঢুকে ফার্নান্দো আলভারেজকে কাটিয়ে গোলপোস্টের ফার কর্নারে অসাধারণ এক কার্লিং শটে বল জড়ান জালে। এতে বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় মায়ামি। ৬০তম মিনিটে মায়ামির তেলাসকো সেগোভিয়ার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল ক্রসবারে লেগে জালে ঢুকলে ব্যবধান বাড়ে।
দুই মিনিট পর আবারও আলো ছড়ান মেসি। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক একক দৌড়ে গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। এই নিয়ে শেষ চার এমএলএস ম্যাচে মেসির গোল হলো সাতটি। মোট ১৪ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ১২।
মেসির এমন নৈপুণ্যে মুগ্ধ মাশচেরানো বললেন, 'লিও ফুটবল উপভোগ করছে। যখনই সে ফিট থাকে, তখনই সে খেলবে। আর সে খেললে আমরা বাড়তি সুবিধা পাই। সেই সুবিধা যতটা সম্ভব কাজে লাগাতে চাই।'
Comments