রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারীসহ দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন—আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে হোটেল লা মেরিডিয়ানের কাছে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

16m ago