হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান বিস্ফোরণ, নিহত ১ আহত ৩
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের মালামাল পরিবহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে হাজারীবাগে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান বিস্ফোরণ হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, কাভার্ডভ্যানটি থেকে মাল নামানোর সময় এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে ওই কুরিয়ার সার্ভিসের গাড়িতে থাকা একটি কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটা কতটা সত্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
নিহত ইলিয়াস ওই কুরিয়ার সার্ভিসের শ্রমিক ছিলেন এবং তার বাড়ি রাজশাহী জেলায় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন ডেইলি স্টারকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস সেখান থেকে ১ জনের মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বলে জানান তিনি।
অগ্নিদগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
যোগাযোগ করা হলে ঢামেক পুলিশ ফাঁড়ির সদস্য ফেরদৌস-উল আলম ডেইলি স্টারকে জানান, হাজারীবাগ থেকে অগ্নিদগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
Comments