গিলের দ্বিশতক, ভাঙলেন গাভাস্কারের রেকর্ড

দুর্দান্ত এক ইনিংস খেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। এগিয়ে যাচ্ছেন ত্রিপল সেঞ্চুরির দিকে। এই যাত্রায় ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন তিনি। তাতে পেছনে ফেলে দিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কারকে।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় ১৬৮ রানে অপরাজিত থাকা গিল, বিরতির পরও চালিয়ে যান দারুণ ব্যাটিং। অফস্পিনার শোয়েব বশিরকে কাভার ড্রাইভে চার ও লং অনে ছয় হাঁকিয়ে চাপে রাখেন, আর পেসার জশ টংয়ের এক ওভারে পরপর দুই চারে তুলে নেন দর্শক মাতানো রানের ফুলঝুরি।

টংয়ের বলে একটি হুক করে এক রান নিতেই পূর্ণ হয় গিলের ডাবল সেঞ্চুরি। ৩১১ বলে ২১টি চার ও ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তখন ভারতের স্কোর ৬ উইকেটে ৪৭২। সেঞ্চুরির পর গিল মাথা নিচু করে দর্শকদের উদ্দেশ্যে অভিবাদন জানান, যেন বলে দেন—এটা শুধু তার নয়, গোটা দলের অর্জন।

একই সঙ্গে মাত্র ২৫ বছর বয়সে এবং অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই গিল ভেঙে দেন ১৯৭৯ সালে ওভালে করা গাভাস্কারের ২২১ রানের রেকর্ড। যা এতদিন ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড।

এদিন ৫ উইকেটে ৩১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। শুভমান গিল তখন ১১৪ রানে অপরাজিত। অধিনায়ক হিসেবে প্রথম দুই বা ততোধিক টেস্টে সেঞ্চুরি করা মাত্র সপ্তম ব্যাটার তিনি।

গিলের ব্যাটিং এতটাই নিখুঁত ছিল যে, ক্রিকেট বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের পর ইংল্যান্ডে টেস্টে শতক করা ব্যাটারদের মধ্যে গিলই সবচেয়ে কম ভুল শট (মাত্র ৩.৫%) খেলেছেন। যেখানে ইংল্যান্ডে শতক হাঁকানো ব্যাটারদের গড় ভুল শট খেলার হার ১২ শতাংশ।

রবীন্দ্র জাদেজা, যিনি আগের দিন ৪১ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে ৮৯ রানে আউট হন। কিন্তু ততক্ষণে তিনি এবং গিল মিলে ষষ্ঠ উইকেটে গড়েছেন ২০৩ রানের দুর্দান্ত জুটি। তার আগেও জাদেজা ও গিল মিলে গড়েন ৯৯ রানের আরেকটি মূল্যবান পার্টনারশিপ।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago