ঢাকায় ইতালীয় নাগরিক তাভেল্লা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, বিএনপি নেতাসহ ৪ জন খালাস

গুলশানে কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক সিজার তাভেল্লাকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তাভেল্লাকে হত্যা করা হয়।
আজ বৃহস্পতিবার তৃতীয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ সামিদুল ইসলাম মামলার পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তামজিদ আহমেদ রুবেল ওরফে মোবাইল রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন।
আদালত বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাই আব্দুল মতিনসহ চারজনকে খালাস দিয়েছে।
খালাসপ্রাপ্ত অপর দুজন হলেন—শাখাওয়াত হোসেন শরীফ ও সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল।
আসামিদের মধ্যে তামজিদ, রাসেল, মিনহাজ ও শাখাওয়াত কারাগারে এবং মতিন জামিনে আছেন। এ ছাড়া, কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছেন।
নিহত তাভেল্লা নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা আইসিসিও কোঅপারেশনের একটি প্রকল্পের ব্যবস্থাপক ছিলেন।
Comments