ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে মৃত ৪, নিখোঁজ ৩০

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিউয়াংগি থেকে বালি দ্বীপে যাওয়ার পথে ফেরি ডুবে অন্তত চার জন প্রাণ হারিয়েছে। ৩০ যাত্রী এখনো নিখোঁজ আছেন।
আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর ২৫ মিনিট পর ফেরিটি ডুবে যায়। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারের কার্যক্রম চলছে। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ছিল।
স্থানীয় পুলিশ জানায়, ফেরি থেকে ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সৌদি আরব সফরে আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি ফেরিডুবির ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিসভা সচিব টেডি ইন্দ্র বিজয়া।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ৫৪ জনের একটি দল পাঠানো হয়েছে। পরে সুরাবায়া শহর থেকে আরও বড় একটি উদ্ধার জাহাজ পাঠানো হয়।
ফেরিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল।
ফেরিতে কোনো বিদেশী যাত্রী ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা নিয়মিত হয়ে থাকে। এসব দুর্ঘটনার পেছনে বড় কারণ হিসেবে আছে শিথিল নিরাপত্তা মানদণ্ড ও তা মেনে না চলার প্রবণতা। পাশাপাশি বৈরি আবহাওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ।
মার্চে বালির কাছে সমুদ্রে একটি নৌকা উল্টে গেলে এক অস্ট্রেলীয় নারী নিহত হন এবং অপর এক ব্যক্তি আহত হয়। ওই নৌকায় ১৬ জন আরোহী ছিলেন।
২০১৮ সালে সুমাত্রা দ্বীপে ফেরি ডুবে ১৫০ এর বেশি মানুষ মারা যান।
Comments