ঐকমত্য কমিশনে আজ আলোচনা রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা নিয়ে

ছবি: ঐকমত্য কমিশনের সৌজন্যে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। আজকের আলোচনায় বিষয়বস্তু হবে রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা পূর্ববর্তী সংলাপের অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা চালিয়ে যাব। আজকের আলোচনায় আপনাদের পূর্বের মতামতগুলোও বিবেচনা করা হবে।

তিনি বলেন, আজকের আলোচনার পর যদি আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমার বিশ্বাস এটিই হবে সবচেয়ে ইতিবাচক ফলাফল। আমরা আশা করি অর্থপূর্ণ সংলাপের মাধ্যমে একটি ফলপ্রসূ সিদ্ধান্তের মাধ্যমে দিনটি শেষ করতে পারব।

আলী রীয়াজ আরও বলেন, অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ এখানে বসতে পেরেছি। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে এবং এটাই আমাদের পথ দেখাবে। অনেক নিপীড়ন ও কষ্ট সহ্য করার পর আমরা এখন সম্ভাবনার স্থানে এসে পৌঁছেছি। আমরা এই সুযোগ নষ্ট করতে পারি না।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

10h ago