‘উৎসব’ শেষে এক বছরের জন্য বিরতিতে যাচ্ছেন সৌম্য জ্যোতি

সৌম্য জ্যোতি। ছবি: সংগৃহীত

'উৎসব' সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন অভিনেতা সৌম্য জ্যোতি। সিনেমাটি গেল ঈদে মুক্তি পেয়েছে। কেবল দেশেই নয়, বিদেশেও সাড়া ফেলেছে 'উৎসব'।

বর্তমানে 'উৎসব' প্রদর্শিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। এই উপলক্ষে সৌম্য জ্যোতিও সেখানেই আছেন। মুঠোফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

সৌম্য জ্যোতি বলেন, অস্ট্রেলিয়ায় 'উৎসব' সিনেমা হাউসফুল যাচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে। এখানকার দর্শকরা সিনেমাটি ভালোভাবে গ্রহণ করেছেন। কেউ কেউ টিকিট পাচ্ছেন না। এই সিনেমার একজন অভিনেতা হিসেবে বিষয়টি অনেক আনন্দের।

অন্যদিকে, দেশের ভেতরেও 'উৎসব' সিনেমা বেশ সাড়া ফেলেছে। দর্শকরা গ্রহণ করেছেন এই সিনেমাকে। সৌম্য জ্যোতি বলেন, দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা উৎসব সিনেমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন।

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী শাহনাজ খুশি সৌম্যর মা এবং জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ তার বাবা। তার ভাই দিব্য জ্যোতিও অভিনয় করেন।

পরিবারের চারজনই অভিনয় শিল্পের সঙ্গে জড়িত। এই বিষয়ে সৌম্য বলেন, এটা নিয়ে আলাদা করে কখনো ভাবিনি। একই পরিবার থেকে আমরা চারজনই অভিনয় শিল্পের সঙ্গে জড়িত থাকার বিষয়টি ভালো লাগে অবশ্যই।

'উৎসব' সিনেমায় অভিনয় করে কেমন লাগছে, জানতে চাইলে তিনি বলেন, কখনো ভাবিনি 'উৎসব' সিনেমা করে এতটা সাড়া পাব। ভেবেছিলাম একঝাঁক তারকা আছেন, দর্শকরা তাদের কথা অবশ্যই বলবেন। কিন্তু এত তারকার ভিড়ে আমার কথা দর্শকরা আলাদা করে বলবেন ভাবিনি। সবার এত এত ভালোবাসা পাব ভাবিনি।

সাদিয়া আয়মান 'উৎসব' সিনেমায় সৌম্য জ্যোতির বিপরীতে অভিনয় করেছেন। তার সম্পর্কে সৌম্য বলেন, সাদিয়া আয়মান ও আমার অভিনয়ের পথচলা কাছাকাছি সময়ে। অভিনেত্রী হিসেবে দারুণ মেধাবী। তাছাড়া, আমার ভালো বন্ধু তিনি।

জাহিদ হাসানকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে? তিনি বলেন, জাহিদ হাসান কাকা বড় মাপের অভিনেতা। একসঙ্গে সিনেমা করেছি। উৎসব মুক্তির সময় তিনি যখন হাসপাতালে ছিলেন, শোনার পরই ছুটে গিয়েছি। তারপর বাসায় দেখতে গিয়েছি। আবার তিনি যখন সুস্থ হয়ে উৎসব দেখতে এলেন, সেদিনও তার সঙ্গে ছিলাম।

দেশে থাকার সময়ে হলে হলে যাওয়ার স্মৃতি জানতে চাইলে সৌম্য বলেন, হলে হলে গিয়ে অনেক সুন্দর স্মৃতি আমার জীবনে জমা হয়েছে। এত চমৎকার অভিজ্ঞতা হয়েছে যা বলার নয়। কখনই এসব স্মৃতি ভুলতে পারব না। একজন ভদ্রলোক উৎসব দেখার পর কেঁদেছিলেন। শো শেষে দেখা হলো। তিনি আমার হাত জড়িয়ে ধরলেন। তারপর বললেন, 'তুমি যে মোটরসাইকেল নিয়ে সাদিয়া আয়মানের সঙ্গে দেখা করতে যাও, আমিও একই মোটরসাইকেলে করে তোমার আন্টির সঙ্গে দেখা কতে যেতাম। তোমার আন্টি এখন বেঁচে নেই। তোমার অভিনয় দেখে নিজের অতীত জীবনে ফিরে গিয়েছিলাম'। উনার কথা খুব মনে থাকবে।

অভিনয় নিয়ে স্বপ্ন নিয়ে জানতে চাইলে সৌম্য বলেন, নিয়মিত অভিনয় করে যেতে চাই। অভিনয় শিখতে চাই এবং আরও ভালো ভালো কাজ করতে চাই।

সবশেষে সৌম্য জ্যোতি বলেন, 'উৎসব' মুক্তির পর প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছি। বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে। সবগুলো বিনয়ের সঙ্গে না করে দিয়েছি। আগামী একবছর কোনো অভিনয় করব না। উৎসব করলাম। মানুষের মনে গেঁথে আছে। এই ভালোবাসা থাকুক। এক বছরের জন্য বিরতি নিচ্ছি।

Comments

The Daily Star  | English

Patent waiver till Nov 2026: Local pharmas may miss window for 15 costly drugs

Bangladesh’s pharmaceutical companies risk losing the chance to produce at least 15 costly biologic drugs royalty-free

9h ago