‘এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের এক দিনের প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। ছবি: এএফপি
থাইল্যান্ডের এক দিনের প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। ছবি: এএফপি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীত্ব চলে যায় দেশটির উপপ্রধানমন্ত্রীর কাছে।

আজ বুধবার, শুধু এক দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন ৭০ বছর বয়সী অভিজ্ঞ থাই নেতা সুরিয়া জুংরুংরুয়াংকিত। 

এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

যোগাযোগমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মদিবস শুরু করেন ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।

মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর উদযাপন করতে যাচ্ছেন তিনি, সে কার্যালয়ের দায়িত্বে ৯৩ ঘণ্টাও থাকছেন না 'এক দিনের প্রধানমন্ত্রী' সুরিয়া। 

ওই অনুষ্ঠানে সাংবাদিকরা এ বিষয়টি নিয়ে সুরিয়ার মনোভাব জানতে চাইলেও তিনি এ প্রসঙ্গে কোন প্রশ্নের জবাব দেননি।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন সুরিয়া।

তিনি জানান, তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো 'একটি কাগজে সই করা', যার মাধ্যমে বৃহস্পতিবার তার উত্তরসূরির কাছে যথাযথভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনীতিক বিবাদে জড়িয়ে মন্ত্রীদের জন্য নির্ধারণ করা নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন পেতংতার্ন, এমনটা সন্দেহ করার জন্য 'যথেষ্ঠ পরিমাণ কারণ' সম্পর্কে তারা অবগত আছে। এই আনুষ্ঠানিক অভিযোগ এনে তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করে আদালত।

সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে উপপ্রধানমন্ত্রী সুরিয়া। ফাইল ছবি: এএফপি
সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে উপপ্রধানমন্ত্রী সুরিয়া। ফাইল ছবি: এএফপি

তবে এটি আনুষ্ঠানিক অভিযোগ হলেও, মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, মূলত কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পরই পেতংতার্নের পদত্যাগের দাবি তীব্র আকার ধারণ করে। পেতংতার্ন ওই ফোনালাপে হুন সেনকে 'চাচা' সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছেন। এ নিয়ে দেশটির জনসাধারণের মনে ক্ষোভ জন্ম নেয়।

থাই গণমাধ্যমে 'রাজনীতির হাওয়া যেদিকে যায়, সেদিকে সব সময় থাকার' সুনাম অর্জন করেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ সুরিয়া। বিশেষত, যখন যে দল সরকারে থাকে, সে দলের প্রতি আনুগত্য প্রকাশের জন্য তিনি পরিচিত।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সুরিয়ার শেষ কাজ হবে মন্ত্রিসভায় রদবদল প্রক্রিয়ার দেখভাল করা, যা পেতংতার্নকে বরখাস্তের আগেই নির্ধারণ করা ছিল।

বৃহস্পতিবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন সহকারী প্রধানমন্ত্রী ফুলথাম। ছবি: এএফপি
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন সহকারী প্রধানমন্ত্রী ফুলথাম। ছবি: এএফপি

ক্ষমতাসীন দল ফেউ থাই পার্টি মঙ্গলবার দিনের শেষে জানায়, মন্ত্রিসভায় রদবদলের পর ফুমথাম সহকারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়ে উপরে। এ কারণেই মূলত 'এক দিনের মাথায়' দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন সুরিয়া।

এতদিন সিনেমার গল্পে এক দিনের প্রধানমন্ত্রীত্বের কথা শোনা গেলেও এর বাস্তব উদাহরণ আধুনিক সময়ে খুব বেশি নেই।

আজ দিনের শেষে জানা যাবে সুরিয়া জুংরুংরুয়াংকিত কি গৎবাঁধা কাজ করেই তার প্রধানমন্ত্রীত্ব শেষ করবেন, না নতুন কোন চমক দেখাবেন!

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago