টঙ্গীতে বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ যুবক আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাকিব হাসান (৪০) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ বিষয়ে আজ দুপুর ২টায় জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। তারপর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।'
তিনি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।'
Comments