ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৩৬

তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানা। ছবি: এফএফপি
তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানা। ছবি: এফএফপি

ভারতের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গতকাল সোমবারের এই ঘটনায় আজ টানা দ্বিতীয় দিন ধরে উদ্ধার কার্যক্রম চলছে বলে কর্মকর্তারা জানান।

ভারতের দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যের জেলা শহর সাংগারেড্ডিতে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ভবনের অংশবিশেষ পুড়ে ছাই হয়ে যায়। 

ভারতে শিল্পখাতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞদের মতে, অপরিণামদর্শী পরিকল্পনা এবং ভবন নির্মাণ বিধি ও নিরাপত্তা মানদণ্ড মেনে চলায় অনীহার কারণেই এসব বিপর্যয় ঘটে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানা। ছবি: এফএফপি
তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানা। ছবি: এফএফপি

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে কারখানার ধ্বংসস্তুপ ও বাঁকা হয়ে যাওয়া ধাতব কাঠামো দেখা গেছে। 

রেড্ডি জানান, বিস্ফোরণের সময় কারখানায় ১৪৩ জন মানুষ ছিলেন।

তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

'উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে', বলেন তিনি।

'আমরা আশংকা করছি, অনেকেই এখনো ভাঙা পাথরের নিচে চাপা পড়ে আছেন। আবার অনেকে হয়তো ঘটনাস্থল থেকে সরে গেছেন।'

বিস্ফোরণের কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে।

কারখানার মালিক সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে জানায়, 'দুর্ভাগ্যজনক ভাবে, এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে'।

প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিকাল, খাবার, কসমেটিকস ও রাসায়নিক উপকরণ সরবরাহ করে থাকে। ওই কারখানায় ট্যাবলেট বানানোর উপকরণ উৎপাদন করা হতো। 

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago