কলম্বো টেস্ট

হতাশার আরেক সেশন, বাংলাদেশকে ‘অভিপ্রায়’ আর ‘প্রয়োগ’ বুঝালো শ্রীলঙ্কা

Dinesh Chandimal and Pathum Nissanka

লাঞ্চের আগে দুই লঙ্কান ওপেনার এনেছিলেন দারুণ শুরু। লাঞ্চের ঠিক পর এই জুটি ভাঙলেও পাথুম নিশানকার সঙ্গে ক্রিজে জমে গেছেন দীনেশ চান্দিমাল। দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছেন তারা। এই জুটিতেও আগ্রাসী ব্যাটিংয়ে নিজেদের অভিপ্রায় স্পষ্ট করে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১৯০ রান। নিশানকা ৯৩ ও চান্দিমাল ৫৪ রান নিয়ে ব্যাট করছেন।

দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে তুলে ফেলেছেন ১০২ রান। ওভারপ্রতি ৩.৮ করে রান তুলে এগুচ্ছে শ্রীলঙ্কা। লাঞ্চের পর এক পর্যায়ে এটা ছিলো সাড়ে চারের বেশি।

বাংলাদেশের প্রথম ইনিংস (২৪৭) থেকে আর ৫৭ রান পিছিয়ে স্বাগতিক দল। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিজেদের খেলার ধরণ ইতিবাচক করে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদেরকে প্রভাব বিস্তার না করতে দিয়ে চেপে বসে তারা। বিশেষ করে দুই পেসার নাহিদ রানা, ইবাদত হোসেন ও অফ স্পিনার নাঈম হাসানের বলে প্রচুর রান বের করতে থাকেন নিশানকা-চান্দিমাল। তাদের আলগা বলও লঙ্কানদের কাজটা সহজ করে দেয়।

লাঞ্চ বিরতির ঠিক পর পর ৪০ রান করে লাহিরু উদারাকে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। সবচেয়ে বেশি ২২ ওভার বল করেছেন তিনি। কারণ একমাত্র তার বলেই যা অল্প বিস্তর বাইট দেখা মিলছিলো।

শ্রীলঙ্কা চাইছে দ্রুত রান তুলতে এবং এই পথে ছুটতে প্রয়োগটাও ঠিক রাখছে তারা। অভিপ্রায় ও প্রয়োগের মিশেলে দলটি আভাস দিচ্ছে বড় সংগ্রহের।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago