পল্লবীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর পল্লবীতে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সিফাত (১৮) এ বছর এএসসি পরীক্ষা দিয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ বেনারসি পল্লী এলাকায় ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে সিফাত মারা যায়।

সিফাতের বাবা মো. শাহিন জানান, সিফাত এ বছর ইউনিক গ্রামার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা মিরপুর ১১ নম্বর সেকশনের বেনারসি পল্লী এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে।

তিনি আরও জানান, কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে সিফাতের পেটের বাম পাশে ছুরিকাঘাত আঘাত করে বন্ধু আসিফ। অন্য বন্ধুরা মিলে সিফাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সিফাত মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে মিরপুর পল্লবী এলাকা থেকে ওই শিক্ষার্থীকে স্বজনরা ঢাকা মেডিকেলে ভর্তি করে। তার পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago