ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন এবং তারাকান্দায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কাজিয়াকান্দা এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

এতে আহত হন আরও ১০ জন। তাদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসক জানিয়েছেন, চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ও আহত সবাই হিউম্যান হলারের আরোহী।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম জানান, এই দুর্ঘটনার পর এক ঘণ্টার বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, ভারী ‍বৃষ্টির কারণে ঘটনাস্থলে আলোর স্বল্পতা ছিল। সড়কের পাশে একটি ট্রাক থেমে ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে, তারাকান্দায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান ডেইলি স্টারকে জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

দুর্ঘটনায় আহত তিনজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ অটোরিকশা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে, তবে অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছেন।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

1h ago