মেসি ফিট, খেলবেন পোর্তোর বিপক্ষে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ 'এ'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে খেলতে প্রস্তুত আছেন লিওনেল মেসি। সামান্য অস্বস্তি থাকলেও আর্জেন্টাইন মহাতারকার খেলতে কোনো সমস্যা নেই বলেই জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ ও সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানো।

বুধবার অনুশীলনের এক ভিডিওতে দেখা যায়, মেসি বাম পায়ের পেছন দিক স্পর্শ করছেন, যা ঘিরে উদ্বেগ তৈরি হয়। তবে মাশচেরানো পরিষ্কার জানিয়ে দেন, 'মায়ামি থেকে আটলান্টা যাওয়ার পথে এসব ভিডিও দেখলাম। কিন্তু লিও পুরো অনুশীলন করেছে, সম্পূর্ণ সেশন শেষ করেছে। সে নিজে থেকে পা ছুঁয়েছিল, কিন্তু এতে চিন্তার কিছু নেই। ও ফিট এবং কাল মাঠে নামবেই।'

একই ইনজুরির কারণে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু হওয়া ম্যাচে না খেলা জর্দি আলবার ফেরাও নিশ্চিত করেছেন মায়ামি কোচ, 'জর্দি আলবা খেলতে প্রস্তুত। সে শুরু করবে কি না, সেটা নিয়ে ভাবছি... যদিও সত্যি বলতে কী, আমি ঠিক করে ফেলেছি, কিন্তু তোমাদের বলব না।'

চ্যাম্পিয়ন্স লিগ অভিজ্ঞতা সম্পন্ন পোর্তোর বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ধরে রাখাই হবে ইন্টার মায়ামির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সাফল্যের মূল চাবিকাঠি হবে জানিয়ে মাশচেরানো বলেন, 'আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা বল পায়ে নিয়ন্ত্রণে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আমরা বল পজেশন ধরে রেখে খেলাটা নিয়ন্ত্রণে রাখতে চাই।'

'তবে পোর্তোও এমন একটি দল যারা অভ্যস্ত এমন খেলায়, ওরা খুবই উচ্চমানের প্রতিপক্ষ। কিন্তু মাঠে আমরা ১১ জন ওরাও ১১ জন—ওদের শক্তি রোধ করে, দুর্বলতা খুঁজে বের করে ভালো খেলার চেষ্টা করব,' যোগ করেন মায়ামি কোচ।

তবে ম্যাচটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মেসির সাবেক বার্সা সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সের্হিও বুসকেতস, 'পোর্তোর দলে দুর্দান্ত খেলোয়াড় আছে, ওরা শক্তি বাড়িয়েছে এবং আমরা জানি ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে।'

'ওরা প্রতি বছর তাদের লিগে প্রতিদ্বন্দ্বিতা করে, স্পোর্টিং ও বেনফিকার মতো ক্লাবের বিপক্ষে। তাই আমাদের যতটা সম্ভব শক্ত হয়ে খেলতে হবে, একজোট হয়ে খেলতে হবে। যদি সুযোগ আসে, আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা তা কাজে লাগাতে পারবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, রক্ষণভাগে শক্ত থাকা ও ক্লিন শিট ধরে রাখা,' যোগ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

আজ বৃহস্পতিবার রাতেই মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে পোর্তোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago