ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে খেলবেন সাকিব

ছবি: সিপিএল টি-টোয়েন্টি ফেসবুক

২০২২ সালের পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব আল হাসানকে। খেলোয়াড় নিলাম থেকে বাঁহাতি অলরাউন্ডারকে দলে টেনেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোজ ট্রাইডেন্টস (বর্তমানে বার্বাডোজ রয়্যালস) ও জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন তিনি।

সব মিলিয়ে সিপিএলে এখন পর্যন্ত পাঁচ মৌসুম অংশ নিয়েছেন ৩৮ বছর বয়সী সাকিব। বার্বাডজের হয়ে খেলেছেন ২০১৩ ও ২০১৯ সালে। জ্যামাইকার হয়ে মাঠ নেমেছেন ২০১৬ ও ২০১৭ সালে। গায়ানার প্রতিনিধিত্ব করেছেন সবশেষ ২০২২ সালে। তিনি দুবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন, ২০১৬ সালে জ্যামাইকা ও ২০১৯ সালে বার্বাডোজের হয়ে।

সিপিএলের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্যের রেকর্ড সাকিবের দখলে। ২০১৩ সালের আসরে বার্বাডোজের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের (বর্তমানে ত্রিনবাগো নাইট রাইডার্স) বিপক্ষে ৪ ওভারে একটি মেডেনসহ ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ৩৬ ম্যাচ। ব্যাট হাতে ১৬.৫৯ গড় ও ১০৯.৫৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। ফিফটি করেছেন দুটি। বল হাতে ২০.০২ গড় ও ৬.৮২ স্ট্রাইক রেটে শিকার করেছেন ৩৭ উইকেট। ৫ উইকেট পেয়েছেন একবার।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় সাকিবের সঙ্গে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের ওবেড ম্যাককয়, ফাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রিভস, জেইডেন সিলস ও রাহকিম কর্নওয়ালের মতো ক্রিকেটার। ক্যারিবিয়ান অঞ্চলের বাইরে থেকে দলটি নিয়েছে আফগানিস্তানের নাভিন উল হক ও আল্লাহ গজনফর এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো খেলোয়াড়কে।

সিপিএলের ১৩তম আসর শুরু হবে আগামী ১৪ আগস্ট। বাসেটেরেতে উদ্বোধনী ম্যাচে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।

সাকিবকে বাংলাদেশ দলের জার্সিতে আর দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বর্তমানে বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন তিনি। সবশেষ গত মে মাসে তাকে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স উঁচিয়ে ধরে শিরোপা।

Comments

The Daily Star  | English

BNP struggles to rein in the rogues

Over the past 11 months, 349 incidents of political violence took place across the country, BNP and its affiliated organisations were linked to 323 of these

8h ago