গল টেস্ট

শান্তর পর মুশফিকের সেঞ্চুরি

সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। গত আগস্টে পাকিস্তানের মাঠে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ছিল না কোনো ফিফটিও। তাতে প্রচণ্ড সমালোচনাতেও বিদ্ধ হচ্ছিলেন তিনি। তবে প্রিয় প্রতিপক্ষকে পেয়েই জ্বলে ওঠেন তিনি। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে দারুণ ব্যাটিং করেন মুশফিক। শান্ত সেঞ্চুরি তুলে নেওয়ার কিছুক্ষণ পর তিন অঙ্ক ছুঁয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও।

শেষ পর্যন্ত ১৭৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেছেন মুশফিক। ফিফটি পূরণ করেছিলেন ৮৪ বলে। সেঞ্চুরির বড় অংশই পূরণ করেছেন সিঙ্গেলস ও ডাবলস নিয়ে। তিন অঙ্ক ছুঁতে মাত্র ৫টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। যেখানে শান্ত মেরেছিলেন ১২টি। 

এদিন দলীয় ৪৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর মাঠে নামেন মুশফিক। অধিনায়ক শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। অধিনায়কের সঙ্গে গড়েন দুইশত রানের জুটিও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবিচ্ছিন্ন রয়েছেন তারা। 

এর আগে গলের এই মাঠেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি পেয়েছিলেন মুশফিক। সেই মাঠে ফিরে আবারও তিন অঙ্কের ছোঁয়া পেলেন তিনি। যদিও এই সেঞ্চুরিকেও ডাবলে পরিণত করার যথেষ্ট সুযোগ পাচ্ছেন তিনি। কারণ টেস্টের কেবল প্রথম দিনে চলছে।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

57m ago