প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্য

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে।

আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সেখানকার সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শায়রুল কবির জানান, বৈঠকে অংশ নিতে আজ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে বের হন তারেক রহমান।

এ সময় তারেকের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার জানান, এটি সম্ভবত একটি ওয়ান টু ওয়ান বৈঠক হবে। তবে বৈঠকে আরও কেউ উপস্থিত থাকবেন কিনা, সে ব্যাপারে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান সিদ্ধান্ত নিতে পারেন।

সাংবাদিকদের শফিকুল আলম আরও বলেন, 'নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে...। আমরা আশা করছি, সব বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ তাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যজন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান।'

এই বৈঠকের ভেতর দিয়ে আগামী নির্বাচনের সময় নিয়ে সৃষ্ট অচলাবস্থাসহ দেশের রাজনীতিতে বিদ্যমান অনেক জটিলতার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago